Viral News: 'হুজুর প্রচুর মদ্যপান করেছি, পা মাটিতে পড়ছে না, বাড়ি দিয়ে আসুন'! পুলিশকে বৃদ্ধের করুণ আবেদন, তারপর যা ঘটল, পুরোটা জানলে হেসে গড়াগড়ি দেবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
মাতাল বৃদ্ধের আবেদন শুনে হেসে গড়াগড়ি দেওয়ার অবস্থা পুলিশের
বীরভূম: ধরুন কেউ একজন প্রচুর পরিমাণে মদ্যপান করেছে এবং তার এমন অবস্থা বাড়ি যাওয়ার তার ক্ষমতা নেই। তাহলে সে কি করবে! আপনার উত্তর হবে এটাই যে সে হয়ত তার বন্ধু-বান্ধব, শেষমেশ কাউকে না পেলে বাড়ির কাউকে ফোন করবে এবং তাকে নিয়ে যেতে বলবে। তবে না, বীরভূমে ঘটেছে এক অন্য ঘটনা যা শুনলে আপনিও হেসে ফেলবেন। এক বৃদ্ধের করুন আবেদন, প্রচুর মদ খেয়েছি নড়তে পারছি না, আমাকে বাড়ি দিয়ে আসুন। এই আবদার যাকে তাকে নয়, পুলিশকে। তাও আবার চলন্ত গাড়ি থামিয়ে। প্রথমে বিষয়টি পাত্তা দিতে চাইনি পুলিশ প্রশাসন। কিন্তু, মাতাল বৃদ্ধও নাছোড়বান্দা, সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। টলমল পায়ে দাঁড়িয়ে পড়েন পুলিশের গাড়ির সামনে।
বেগতিক দেখে পুলিশ নেমে এসে, তাকে বুঝিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করে। কিন্তু, কোন ফল হয়নি। এরপর নেশা কাটাতে তাঁকে চা-ও খাওয়ানো হয়। কিন্তু, তাতেও সে ভুলতে রাজি নয়। তার করুণ আবদার তাকে বাড়ি পৌঁছে দিতেই হবে। গাড়ির সামনে এক ভদ্র মানুষের মত মনোভাব নিয়ে দাঁড়িয়ে থাকেন।এভাবেই সময় অতিক্রান্ত হতে দেখে অবশেষে তাঁর আবদার পূরণ করে পুলিশ। এই ঘটনায় বৃদ্ধ মাতালের কার্যকলাপ দেখে হেসেই বেঁহুশ পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
এই বিস্ময়কর ঘটনার সূত্রপাত বীরভূমের পাঁড়ুই থানার অন্তর্গত হেদাডাঙা গ্রামের বৃদ্ধকে নিয়ে। দিন কয়েক আগে ভগ্নিপতির মৃত্যু হওয়ায় বোলপুর সংলগ্ন মনোহরপুর আদিবাসীপাড়ায় তার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিন্তু, বিকালে ফেরার পথেই ঘটে বিপত্তি। সূর্য যখন অস্ত যাওয়ার মুখে তার মাথায় চিন্তা আসে পেটে একটু সুরা পড়লে মন্দ হয়না। এই আকাঙ্ক্ষায় পাঁড়ুইয়ের একটি দোকানে ঢুকে ওই বৃদ্ধ একটু বেশি পরিমাণেই মদ্যপান করেন। প্রথমটায় নেশার ঘোর না বুঝলেও, মদের দোকান থেকে কিছুটা হেঁটে বল্লভপুর ব্রিজ পেরতেই তাঁর মাথা ঝিমঝিম, পা টলমল করতে শুরু করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপরই শুরু হয় আসল নাটক। কীভাবে বাড়ি ফিরবেন, ভেবে কোন কূলকিনারা পাচ্ছিলেন না। তখনই তিনি দেখতে পান তার দিকেই একটি গাড়ি আসছে। প্রথমে সে বুঝতে পারিনি সেটা পুলিশের গাড়ি। তবে সাধারণত পুলিশ ভ্যান দেখলে সবাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানে ঘটল নজিরবিহীন ঘটনা। রাস্তার মাঝে দাঁড়িয়ে পুলিশের গাড়ি থামান ওই বৃদ্ধ। গাড়িটি তাঁর সামনে থামতেই ভিতরে থাকা পাঁড়ুই থানার অফিসার সুব্রত অধিকারীকে গিয়ে হাতজোড় করেন। করুণ গলার স্বরে একটাই দাবি, ‘প্রচুর মদ খেয়েছি হুজুর। নড়তে পারছি না। আমাকে বাড়ি দিয়ে আসুন।’
advertisement
তাঁর শারীরিক পরিস্থিতির কথা চিন্তা করে সুব্রতবাবু প্রথমে তাঁকে একটি স্থানীয় দোকানে লেবু দিয়ে চা পান করান। এই আশায় যদি কিছুটা নেশা কাটে। কিন্তু নেশা কেটে যাওয়া তো দূরের কথা চা পান করেও পুলিশের গাড়ি ছাড়তে চাননি ওই বৃদ্ধ।তাই অগত্যা আর দেরি না করে, গাড়িতে তুলে তাঁকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই হাসতে শুরু করেন এলাকার বাসিন্দারা।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 2:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: 'হুজুর প্রচুর মদ্যপান করেছি, পা মাটিতে পড়ছে না, বাড়ি দিয়ে আসুন'! পুলিশকে বৃদ্ধের করুণ আবেদন, তারপর যা ঘটল, পুরোটা জানলে হেসে গড়াগড়ি দেবেন

