East Medinipur News: প্রশাসনের আশ্বাসে ভরসা নেই, চাঁদা তুলে সেতু সারাই গ্রামবাসীদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
কাঠের সেতুটি পার হয়েই হাতিশাল হাই স্কুল, হাতিশাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাতিশাল প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে পড়ুয়ার। ফলে পাঁশকুড়ার মানুষের কাছে এই সেতুটির গুরুত্ব অপরিসীম
পূর্ব মেদিনীপুর: কথায় আছে প্রশাসনের ১৮ মাসে বছর হয়। তাই কবে বাবুদের টনক নড়বে সেই আশায় বসে না থেকে পাঁশকুড়ায় গ্রামবাসীরাই চাঁদা তুলে সেতু সারাই করল। পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের হাতিশাল এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা কাঠের সেতুর। বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। তাই গ্রামবাসীরা নিজেরাই টাকা দিয়ে সেতুটি মেরামত করল।
এই কাঠের সেতুটি পার হয়েই হাতিশাল হাই স্কুল, হাতিশাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাতিশাল প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করে পড়ুয়ার। ফলে পাঁশকুড়ার মানুষের কাছে এই সেতুটির গুরুত্ব অপরিসীম। কিন্তু সেটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকায় সমস্যা আক্রমশই বাড়ছিল। বিপদ এড়াতে তাই এগিয়ে এল এলাকাবাসীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: আরও খবর পড়তে ফলো করুন
জল নিকাশি খালের উপর থাকা এই সেতু এড়িয়ে যেতে হলে সাধারণ মানুষকে অনেকটাই বাড়তি পথ যেতে হয়। তাই প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত এই সেতু দিয়েই কয়েক হাজার মানুষ ও ছাত্র-ছাত্রীরা পারাপার হচ্ছিল। ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে যাতায়াতের সময় একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারণ মানুষ। তিনদিন আগে ওই ভগ্নপ্রায় কাঠের সেতু দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি সেতু থেকে নিচে পড়ে যান। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এমনকি এই সেতু থেকে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষের শুরুতে ঝুঁকি না নিয়ে তাই গ্রামবাসীরাই কাঠের সেতুটি সংস্কার করলেন।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 2:00 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: প্রশাসনের আশ্বাসে ভরসা নেই, চাঁদা তুলে সেতু সারাই গ্রামবাসীদের