West Medinipur News: প্রশাসনের আঠারো মাসে বছর! ভরসা ছেড়ে ট্যাঁকের কড়ি খসিয়ে নিজেরাই সাঁকো বানিয়ে নিলেন গ্রামবাসীরা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
প্রশাসনের উপর ভরসা না রেখে নিজেরাই চাঁদা তুলে ব্রিজ মেরামতি করলেন গ্রামের বাসিন্দারা
পশ্চিম মেদিনীপুর: শিলাবতী নদীর উপর দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বেহাল সাঁকো। প্রশাসনের উপর ভরসা না করেই নিজেরাই চাঁদা তুলে ব্রিজ মেরামতি করল গ্রামের বাসিন্দারা। এমন এক অভিনব ঘটনার সাক্ষী রইল পশ্চিম মেদিনীপুর। বর্ষা আসার আগে পাকাপোক্তভাবে কাঠ, বাঁশ দিয়ে সেতু বানিয়ে ফেললেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে কাঠ বাঁশ কিনে তারা শিলাবতী নদীর উপর ব্রিজ তৈরি করেছেন। যার ফলে বেশ কয়েক কিলোমিটারের দূরত্ব কমল গ্রামবাসীদের। বিভিন্ন গ্রাম থেকে বাজার কিংবা হাসপাতাল বা অন্যান্য অফিসে যাওয়া অত্যন্ত সহজ হবে বলে মনে করছেন তারা।
বেশ কয়েক মাস ধরে, শিলাবতীর নদীর উপর থাকা অস্থায়ী সাঁকো ভেঙে বিপত্তি ঘটে। কাঠের সেতু দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি, গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে চাঁদা করে সংস্কারের কাজ করলেন। স্বাভাবিকভাবেই বেশ উপকার হবে সাধারণ মানুষের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষকিরা গ্রামের কাঠের সাঁকোটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। নদীর উপর দিয়ে বিপজ্জনকভাবে যাতায়াত করতে হত এলাকার ৮ থেকে ১০ টি গ্রামের মানুষকে।
advertisement
আরও পড়ুন: ঘরে বসেই হাজার হাজার টাকা রোজগার! কলেজ পড়ুয়ার দুর্দান্ত বিজনেস আইডিয়া, দেখলে অবাক হয়ে যাবেন আপনিও
advertisement
জানা গিয়েছে, এই শিলাবতী নদীর এক প্রান্তে গুরুত্বপূর্ণ হাসপাতাল, পঞ্চায়েত, অফিস সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর রয়েছে। অন্যদিকে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি গ্রাম। কিন্তু নদীর উপর এই সাঁকো ভেঙে যাওয়ার ফলে দূর দিয়ে ঘুরে যেতে হত। তবে প্রশাসনের উপর ভরসা না করে নিজেরাই গ্রাম থেকে চাঁদা তুলে সাঁকো তৈরি করে। ফলে নদীর অপর প্রান্তে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য মানুষজনের পারাপার হতেই সুবিধা হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামবাসীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রশাসনের আধিকারিকেরা। দ্রুত আসু সমস্যার সমাধান করবে বলেও জানানো হয়েছে। তবে গ্রামবাসীদের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আসন্ন বর্ষার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: প্রশাসনের আঠারো মাসে বছর! ভরসা ছেড়ে ট্যাঁকের কড়ি খসিয়ে নিজেরাই সাঁকো বানিয়ে নিলেন গ্রামবাসীরা