Vidyasagar University: দেশের সেরা "বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়", ছাত্রীদের হাত ধরে এল চমকে দেওয়া সাফল্য

Last Updated:

Vidyasagar University: "খেলো ইন্ডিয়া" আয়োজিত সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলিকে নিয়ে মহিলা ফুটবলের প্রতিযোগিতায় এই তকমা পেয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মুকুটে ফের পালক। খেলো ইন্ডিয়া আয়োজিত সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে মহিলা ফুটবল প্রতিযোগিতায় সেরার তকমা পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল। সোমবার বেঙ্গালুরুতে এই সম্মান পেয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল। রাজ্যের মধ্যে এই প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল এমন সম্মান পেল বলেই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রসঙ্গত জাতীয় স্তরে প্রতিযোগিতায় যাওয়ার জন্য প্রথমে রাজ্যস্তরে উত্তীর্ণ হতে হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল দলকে। রাজ্যস্তরে সাফল্য লাভ করার পরেই গোটা পূর্ব ভারতের মধ্যে ও সাফল্য পায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মহিলা ফুটবল দল।তার পর সোমবার কেন্দ্রীয় স্তরে এই সাফল্য পেল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল টিমের এই সাফল্যে খুশি বিশ্ববিদ্যালয় অধ্যাপক থেকে শুরু করে আধিকারিকরা। বিশ্ববিদ্যালয় উপাচার্য শিবাজীপ্রতিম বসু বলেন "এটা আমাদের কাছে গর্বের বিষয়। এরই মধ্যে অনেকেই প্রান্তিকও আদিবাসী পরিবারের মেয়ে। তাঁদের যে ভাবে উচ্চশিক্ষা হয়েছে, ফুটবলের প্রশিক্ষণ যে ভাবে নিয়েছেন, তার জন্যই এই সাফল্য। তাঁদের বহুদিন ধরেই প্রশিক্ষণের ক্যাম্প চলেছে। তাঁরা প্রথমে রাজ্যের মধ্যে প্রথম, পূর্ব ভারতের মধ্যে প্রথম, এখন দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের কাছেও গর্বের বিষয়।" প্রসঙ্গত এই মহিলা ফুটবল দল রাজ্যে ফিরে এলে গোটা মেদিনীপুর শহর জুড়ে তাঁদের সম্মান জানিয়ে হুডখোলা বাসে করে তাঁদের পরিদর্শন করানোর পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য শিবাজীপ্রতিম বসু বলেন "ওরা ফিরে এলে আমরা ওদের সম্মান জানাবো। আমাদের ইচ্ছা আছে মেদিনীপুর শহর জুড়ে তাঁদের ঘোরানোর। এটা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সম্মান নয়, গোটা রাজ্যের সম্মান।" প্রসঙ্গত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাশিয়ার এক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাশিয়ার এক প্রতিষ্ঠান এর মৌ স্বাক্ষরকে অনেকেই তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখেছিল। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে রাশিয়ার কনসাল জেনারেলের উপস্থিতিতেই এই মৌ স্বাক্ষর হয়। মূলত এর ফলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেমন রাশিয়ায় যেতে পারবে তেমনই রাশিয়ার সেই শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়ারা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এসে গবেষণার সুযোগ পাবে। এরপরই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই সাফল্য বহু গুণে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে বলেই মত বিশ্ববিদ্যালয়ের একাংশের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল দলকে রাজ্য ক্রীড়া দফতরের পক্ষ থেকেও সংবর্ধনা জানানো হতে পারে।তেমনটাই পরিকল্পনা রয়েছে রাজ্য ক্রীড়া দফতরের বলে সূত্রের খবর।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vidyasagar University: দেশের সেরা "বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়", ছাত্রীদের হাত ধরে এল চমকে দেওয়া সাফল্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement