#কলকাতা: ভীষণ গরম লোকের একেবারে নাজেহাল অবস্থা যাঁদের তাঁদের জন্য সুখবর সোমবার থেকে বঙ্গোপসাগরের খাঁড়ি থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ভারতের বিভিন্ন প্রান্তে স্বস্তি দেবে৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ি দিল্লি , উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হরিয়ানায় আগামী তিন দিন অবধি আঁধি চলবে৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷ কিছু এলাকায় তেজ হাওয়া বইবে৷ যার গতি ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে৷ এরকম আবহাওয়া গোটা উত্তরপশ্চিম ভারতে জারি থাকবে৷ কিছু দিনে গঙ্গার অববাহিকা অঞ্চলে স্বস্তির আবহাওয়া হয়ে থাকবে৷
সোমবার থেকে জোরে হাওয়া বইবে৷ এরপর ৩ ও ৪ মে কিছু এলাকায় জোরে হাওয়া বইবে এবং ভাল বৃষ্টি হবে৷ কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হবে৷ জোরে আঁধিও আসবে৷ পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরীয় খাঁড়িতে হাওয়ার কারণে পূর্বোত্তর ভারত এবং হিমালয়ের পাদপ্রান্তের পশ্চিমবঙ্গ অর্থাৎ উত্তরবঙ্গ ও সিকিমে আগামী ৫ দিনে বজ্রবিদ্যুৎ সহ জোরে আঁধি বইবে৷ কোথাও জোরে বৃষ্টি হয়েছে৷ উত্তর-দক্ষিণী আন্দামান সাগরে চক্রবর্তী হাওয়া বইবার সিস্টেম তৈরি হয়ে রয়েছে৷ তেজ হাওয়া বইবে, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে৷
আবহাওয়ার বদলের কারণে উত্তর পশ্চিম এলাকায় আগামী দু দিনে অধিকতম তাপমাত্রা ৩-৫ ডিগ্রি অবধি তাপমাত্রা কমে যেতে পারে৷ মধ্য ও পূর্ব ভারত ছাড়া গুজরাত, মহারাষ্ট্র সর্বত্র তাপমাত্রার ২-৩ ডিগ্রি নিচে আসবে৷ মৌসম বিভাগের দাবি বঙ্গোপসাগরের খাঁড়িতে এবং পূর্বোত্তর দিক থেকে হাওয়া আগামী পাঁচ দিনে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় তেজ আঁধি চলবে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷