Inspiration: সেদিনের সবজি বিক্রেতা আজ অধ্যাপক, তাঁর বালিভাস্কর্যের চু্ম্বকটানে হাজির বিদেশিরাও
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Inspiration: কখনও শিল্পকর্মর মধ্যেই থাকে পরিবেশ সচেতনতার বার্তা। দামোদরের বালির চর, যেখানে গেলে বালি ছাড়া আর কিছুই চোখে পড়বে না! তবে বালির চরেই খোলা পরিবেশে দারুণ দারুণ শিল্প ফুটিয়ে তোলেন রঙ্গজীব
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: একসময় রাস্তায় সবজি বিক্রি করে নিজের পড়াশোনার খরচ যোগাড় করেছেন বর্ধমানের এই ব্যক্তি। তবে বর্তমানে বিদেশ থেকেও ডাক আসে তাঁর। পূর্ব বর্ধমান জেলার গৈতানপুর চরমানা এলাকার বাসিন্দা রঙ্গজীব রায়। এখন তিনি বর্ধমানের একটি বেসরকারি কলেজে অধ্যাপনা করেন। তবে অধ্যাপনার পাশাপাশি শিল্পচর্চা তাঁর অন্যতম নেশা। বালি দিয়ে শিল্পকর্ম করতে তিনি বেশ ভালবাসেন। কখনও বালি দিয়ে তুলে ধরেন প্রাচীন সভ্যতার নিদর্শন, আবার কখনও শিল্পকর্মর মধ্যেই থাকে পরিবেশ সচেতনতার বার্তা। দামোদরের বালির চর, যেখানে গেলে বালি ছাড়া আর কিছুই চোখে পড়বে না! তবে বালির চরেই খোলা পরিবেশে দারুণ দারুণ শিল্প ফুটিয়ে তোলেন রঙ্গজীব।
রঙ্গজীব বলেন, “প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই শিল্প আমার ভাল লাগে। আমার কাছে দামোদরের মতো একটা বড় জায়গা রয়েছে যেখানে বিভিন্ন শিল্প ফুটিয়ে তোলা যায়। প্রাচীন সভ্যতার নানা নিদর্শন আমি তুলে ধরার চেষ্টা করি।” ওড়িশা, গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান-সহ আরও বিভিন্ন জায়গায় বালি শিল্পের উপর কাজ করেছেন তিনি। একাধিকবার বিদেশেও পাড়ি দিয়েছেন তিনি, সেখানেও তাঁর কাজ সকলের সামনে প্রদর্শিত হয়েছে। বালি শিল্প ছাড়াও ল্যান্ড আর্টের উপর কাজ করে থাকেন রঙ্গজীব বাবু। খোলা পরিবেশের মধ্যেই ওয়েস্ট মেটিরিয়াল দিয়ে তুলে ধরেন চোখ ধাঁধানো শিল্প। বর্তমানে জেলা ছাড়িয়ে ভিন জেলা এমনকি বিদেশেও সুনাম রয়েছে তাঁর।
advertisement
বিবেকানন্দ কলেজ মোড়ে একটানা বহু বছর সবজি বিক্রি করেছেন তিনি। তবে সবটাই শুধুমাত্র নিজের পড়াশোনার জন্য। রঙ্গজীব আরও বলেন, “একসময় পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। তবে পরবর্তীতে সবজি বিক্রি করে সেই টাকা দিয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছি। ভাবতেও পারিনি এত ভাল জায়গায় যাব। অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ-সহ বিভিন্ন জায়গায় গিয়েছি। আমার কাজ বিদেশেও প্রদর্শিত হয়। এখন আমার সঙ্গে কাজ করার জন্য প্রতিনিয়ত বিদেশিরাও আসেন।”
advertisement
advertisement
আরও পড়ুন : মহাশূন্যে পাড়ি দেওয়ার সূত্রপাত! ISRO থেকে বিশেষ আমন্ত্রণ বীরভূমের ছাত্র আরসালান আহমেদকে
রঙ্গজীববাবুর দৌলতে সারাবছর বিভিন্ন দেশ থেকে বিদেশিরা বর্ধমানে আসেন বালি শিল্পের উপরে কাজ করার জন্য। রঙ্গজীব বাবুর হাতের ছোঁয়ায় বালিও যেন এক অন্য রূপ পায়। দীর্ঘদিনের নেশা এই শিল্পের উপর আগামী দিনেও উন্নতমানের কাজ করবেন বলে তিনি জানিয়েছেন। জেলার নাম, রাজ্যের নাম ছড়িয়ে দেবেন দেশ ছাড়িয়ে বিদেশেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 4:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Inspiration: সেদিনের সবজি বিক্রেতা আজ অধ্যাপক, তাঁর বালিভাস্কর্যের চু্ম্বকটানে হাজির বিদেশিরাও