West Bardhaman News: এ-কী হাল দামোদরের? ছবি দেখে বিশ্বাসই হবে না! বেড়েই চলেছে আতঙ্ক

Last Updated:

কয়েক মাসের মধ্যেই পুরো ছবিটা বদলে গিয়েছে। এখন দামোদরকে চেনা মুশকিল।

+
শুকিয়ে

শুকিয়ে যাওয়া দামোদর।

আসানসোল, পশ্চিম বর্ধমান: কয়েক মাস আগে কানায় কানায় পূর্ণ ছিল দামোদর। আগ্রাসী দামোদর ভাসিয়ে নিয়ে গিয়েছিল অনেক কিছু। বাংলার একটা বিস্তীর্ণ অংশকে বানভাসি পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছিল এই নদী। অথচ কয়েক মাসের মধ্যেই পুরো ছবিটা বদলে গিয়েছে। এখন দামোদর যেন ধূ ধূ মরুভূমি। বৃষ্টি কমতেই বদলে গিয়েছে পুরো ছবিটা।
কয়েক মাস আগে অতিবৃষ্টিতে দামোদরের জলাধারগুলিতে প্রচুর পরিমাণে জল এসে ঢুকেছিল হঠাৎ করে। বাধ্য হয়ে প্রচুর পরিমাণে জল ছেড়েছিল ডিভিসি কর্তৃপক্ষ। যা নিয়ে কেন্দ্র রাজ্য তরজাও হয়েছে। কিন্তু এখন বর্ষা বিদায় নিয়েছে বাংলা জুড়ে উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে। স্বাভাবিকভাবেই জল ছাড়ার পরিমাণ একেবারেই কমিয়ে দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ। আর তাতেই শুকনো দামোদরের ছবিটা সামনে আসছে।
advertisement
advertisement
যদিও ডিভিসি কর্তৃপক্ষের আধিকারিকরা বলছেন, বর্তমানে জলাধারগুলিতে যে জল জমা রয়েছে, সেই জল জুন মাস পর্যন্ত চালাতে হবে। অর্থাৎ পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে একটা নির্দিষ্ট পরিবার জল মজুত রাখতে হবে। তাই নিয়ম মেনে অল্প অল্প করে জল ছাড়া হচ্ছে। আর সেই কারণেই সংকীর্ণ হয়ে বইছে দামোদর। বাকি অংশে বালুচর উঠে আসছে।
advertisement
দামোদরের এই শুকনো রূপ দেখে অনেকেই পানীয় জল সংকটের আশঙ্কা করছেন। জল না পেয়ে বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। যদিও জল সংকট যাতে দেখা না দেয়, সেজন্য ডিভিসি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন সচেষ্ট রয়েছে। সূত্রের খবর, দুই তরফ থেকেই চালানো হচ্ছে আলোচনা। এখনই শহরবাসীর বিশাল আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: এ-কী হাল দামোদরের? ছবি দেখে বিশ্বাসই হবে না! বেড়েই চলেছে আতঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement