Bangla Video: পুজোর আগে খুশির খবর বেলপাহাড়িতে, বরাদ্দ ৫০ লক্ষ টাকা!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Buddhadev Bera
Last Updated:
Bangla Video: বেলপাহাড়িতে ৪টি নতুন ঢালাই রাস্তা নির্মাণ হতে চলেছে। এসটি ওয়েলফেয়ার এর পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মূলত আদিবাসী অধ্যুষিত গ্রামেই তৈরি হচ্ছে এই ৪টি ঢালাই রাস্তা
ঝাড়গ্রাম : এবার পুজোর আগে ভালখবর বেলপাহাড়ির জন্য। গ্রামের ভেতরের কাঁচা রাস্তা এবার পাকা হতে চলেছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে পাকা রাস্তা তৈরি করার কাজ। বেলপাহাড়ির বিভিন্ন এলাকায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হবে চারটির নতুন ঢালাই রাস্তা। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ।
বিনপুর দু’নম্বর ব্লক অর্থাৎ বেলপাহাড়ি ব্লকের নতুন চারটি ঢালাই রাস্তা নির্মাণের জন্য এসটি ওয়েলফেয়ার তহবিল থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, ভুলাভেদা গ্রাম পঞ্চায়েতের শিয়ালবিঁধা এলাকায় ১২ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় করে তৈরি হবে ৩০০ মিটার ঢালাই রাস্তা। বেলপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের জামবনি এলাকায় ৯ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে ২৫০ মিটার ঢালাই রাস্তা। মাটিয়াপালে ৮ লক্ষ টাকা ব্যয় করে তৈরি হবে ২০০ মিটার ঢালাই রাস্তা। এছাড়াও গোয়ালবেড়া মোড়ের মূল পিচ রাস্তা থেকে শুরু করে ৩০০ মিটার ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। যার জন্য ব্যয় হবে ১২ লক্ষ ৭২ হাজার টাকা।
advertisement
advertisement
বিনপুর দু’নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বলেন, এসটি ওয়েলফেয়ার তহবিল থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। যা আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে নতুন চারটি ঢালাই রাস্তা নির্মাণ করা হবে। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিছুদিনের মধ্যে কাজও শুরু হতে চলেছে। গ্রামে ঢালাই রাস্তা নির্মাণ হবে বিষয়টি জানার পর খুশি মাটিয়াপাল গ্রামের বাসিন্দা নির্মলা বাস্কে। তিনি বলেন,\”গ্রামের অর্ধেকটা রাস্তা ঢালাই হয়ে রয়েছে আর অর্ধেকটার রাস্তা এখনো খারাপ আছে। অনেক জায়গায় বড় বড় গর্ত আছে। হাঁটাচলাতে খুব অসুবিধা হয়। বাকি রাস্তাটাও ঢালাই করে দেওয়া হবে শুনে খুবই ভাললাগছে। আমাদের হাঁটাচলার আর কোন অসুবিধা রইলনা। পিচ রাস্তা, ঢালাই রাস্তা নির্মাণের পাশাপাশি একাধিক জায়গায় পাহাড় কেটেও রাস্তা নির্মাণ করা হয়েছে। পুজোর আগে ৫০ লক্ষ টাকা ব্যয় করে আরো নতুন চারটি ঢালাই রাস্তা নির্মাণ করায় খুশি বেলপাহাড়ির মানুষজন।
advertisement
বুদ্ধদেব বেরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 8:13 PM IST