'বিদ্যুৎস্পৃষ্ট নয়, খুন !' খেজুরিতে বিস্ফোরক অভিযোগ মৃত যুবকের বাবার! সোমবার বনধের ডাক শুভেন্দুর

Last Updated:

Khejuri Murder Case: পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে! পরিবার ও বিরোধীদের দাবি, এটি পরিকল্পিত খুন। শুভেন্দু অধিকারী বনধের ডাক দিয়েছেন।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে দুজনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। বিরোধীদের দাবি, এটি পরিকল্পিত খুন। শুভেন্দু অধিকারী বনধের ডাক দিয়েছেন।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে দুজনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চরমে। বিরোধীদের দাবি, এটি পরিকল্পিত খুন। শুভেন্দু অধিকারী বনধের ডাক দিয়েছেন।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে দুজনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। পুলিশের দাবি, হেলোজেন লাইট খুলে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। কিন্তু মৃতদের পরিবার এবং বিরোধীদের বক্তব্য, এটি নিছক দুর্ঘটনা নয় একটি পরিকল্পিত খুন
মৃত সুজিত দাসের বাবা শশাঙ্ক শেখর দাস অভিযোগ করেছেন—

“বিদ্যুৎস্পৃষ্ট নয়, আমার ছেলেকে ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে। এটা কোনও দুর্ঘটনা নয়।”

advertisement
একই সঙ্গে মৃত সুধীর পাইকের পরিবারের পক্ষ থেকেও দাবি উঠেছে, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করছে পুলিশ।
advertisement
advertisement

বনধের ডাক, আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

ঘটনার প্রতিবাদে সোমবার (১৫ জুলাই) খেজুরি বনধের ডাক দেওয়া হয়েছে। একাধিক অরাজনৈতিক সংগঠন এই বনধের ডাক দিয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান—

“দুজন নিরীহ মানুষকে খুন করা হয়েছে। অথচ সেটিকে দুর্ঘটনা বলে চাপা দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে গণআন্দোলন হবে।”

advertisement
তিনি আরও বলেন, এই মৃত্যুর ঘটনা যাতে ‘দুর্ঘটনা’ বলে চালানো না যায়, তার জন্য আইনি পদক্ষেপ ও গণআন্দোলনে নামবে বিরোধী শিবির

পরিবারের পাশে শুভেন্দু, নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা

রবিবার সকালে শুভেন্দু অধিকারী খেজুরির হেঁড়িয়া এলাকায় গিয়ে মৃত সুজিত দাস ও সুধীর পাইকের পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন—
advertisement

“এই শোকের মুহূর্তে আমরা তাঁদের পাশে আছি। সরকার যেভাবে ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে, তা চলবে না।”

ঘটনা ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে চরম উত্তেজনা। খেজুরি থানার সামনে স্থানীয় মানুষজনের জমায়েত, বিক্ষোভ এবং বনধের হুঁশিয়ারিতে সোমবার পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
পুলিশের তরফে এখনও পর্যন্ত মৃত্যুর তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বিদ্যুৎস্পৃষ্ট নয়, খুন !' খেজুরিতে বিস্ফোরক অভিযোগ মৃত যুবকের বাবার! সোমবার বনধের ডাক শুভেন্দুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement