Digha: দিঘায় বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির ! ধন্দে মানুষ ! বাড়ছে আতঙ্ক !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Digha: পর্যটকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দিঘায়।
#দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র দিঘাতে (Digha) এক পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হল। বাড়ির লোকের সঙ্গেই দিঘাতে বেড়াতে এসেছিলেন ওই ব্যক্তি। হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয় দিঘা স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধন্দে রয়েছে পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় সমুদ্র সৈকত পর্যটন কেন্দ্র দিঘায় বেড়াতে এসে বারবার পর্যটকের মৃত্যু ঘিরে শোরগোল ছড়াচ্ছে। দোলের আগে আবারও এক পর্যটকের মৃত্যু ঘটায় দিঘায় শোরগোল পড়ল।
কখনো কাঁকড়া খেয়ে পর্যটকের মৃত্যু। কখনো আবার মদ্যপ অবস্থায় সমুদ্রে নেমে ঢেউয়ের ধাক্কায় মৃত্যু হয়েছে পর্যটকের। কিন্তু এবার কাঁকড়া খেয়ে নয় বা সমুদ্রে স্নান করতে নেমেও নয়, হোটেলে থাকা অবস্থায় এক ব্যক্তি অসুস্থ বোধ করলে তাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানেই তার মৃত্যু হয়।
advertisement
advertisement
মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হল তা নিয়ে মুখ খোলেননি পরিবারের কেউই। দিঘা থানার পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার পরিবারের সাথে হুগলি জেলার আরামবাগ থেকে উত্তম কুমার রায় (৪২) বেড়াতে আসেন। সন্ধ্যায় হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে দীঘা রাজ্য শাসন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ওখানেই উত্তম কুমার রায়ের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে মহানা উপকূল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শনিবার কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। যদিও এই বিষয়ে পরিবারের কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দিঘায় বেড়াতে গিয়ে মৃত্যুর খবর স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
advertisement
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2022 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির ! ধন্দে মানুষ ! বাড়ছে আতঙ্ক !