Agriculture: মাঠের আলু ঘরে তুলতে পারবে তো বাঁকুড়ার কৃষকরা?

Last Updated:

এখনও পর্যন্ত মাঠের আলু ঘরে তুলতে পারেনি বহু চাষি। আর তার মধ্যেই দেদার শিলাবৃষ্টি। মাঠের আলু মাঠেই কি তাহলে রয়ে গেল?

+
ক্ষতিগ্রস্ত

ক্ষতিগ্রস্ত আলু 

বাঁকুড়া: আবহাওয়া দফতরের ঘোষণা মতই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয় বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল থেকে। বুধবার থেকেই একাধিক জেলায় বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির জেরে জনজীবনে প্রভাব পড়তে শুরু করে। কৃষকরাও বেশ কিছুটা চিন্তার মধ্যে পড়েন। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিপাত মাঝেমধ্যে শিলাবৃষ্টিতে চিন্তা বাড়িয়েছে চাষিদের ।
আলু চাষিরা তারা যেমন ক্ষতির আশঙ্কা করছেন তার পাশাপাশি যে সমস্ত জমিতে সবজি চাষ করেছেন কৃষকরা ব্যাপক বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে তারাও কার্যত হতাশ। ঋণ নিয়ে চাষ করে ঋণ পরিশোধ করবেন কীভাবে তা নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ । আগামী রবিবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে চিন্তা বাড়ছে কৃষক মহলে । আলুর পাশাপাশি সবজি চাষেও প্রভাব পড়বে বলে মনে করছেন চাষিরা ।
advertisement
advertisement
বাঁকুড়া জেলার ইন্দাস এলাকার সেখ বদরে আলম নামে এক চাষি বলেন, বৃষ্টির জলে আলু এমনিতেই টেকে না,এর পর যদি আবার বৃষ্টি হয় তাহলে প্রচুর ক্ষতি হয়ে যাবে। বাবুরাম পাত্র নামে অপর এক চাষি বলেন, আমাদের এলাকায় আলু এখনও জমি থেকে তোলা হয়নি, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টি হলে খুবই ক্ষতির সম্মুখীন হতে হবে এবং সকল আলু চাষির মাথায় হাত পড়ে যাবে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বছর বিঘার পর বিঘা জমিতে শুধু আলু আর আলু। দাম নেমেছে ৫ টাকা প্রতিক কেজি। সুফল বাংলার মাধ্যমে কিছু কিছু আলু চাষি বিক্রি করছেন আলু দশ টাকা কেজিতে, কিন্তু অধিকাংশকেই দারস্ত হতে হচ্ছে কোল্ড স্টোরেজের। তার মধ্যে এখনও পর্যন্ত মাঠের আলু ঘরে তুলতে পারেনি বহু চাষি। আর তার মধ্যেই দেদার শিলাবৃষ্টি। মাঠের আলু মাঠেই কি তাহলে রয়ে গেল? সেই উত্তর খুঁজেছেন বাঁকুড়ার কৃষকরা।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture: মাঠের আলু ঘরে তুলতে পারবে তো বাঁকুড়ার কৃষকরা?
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement