South 24 Parganas News: সোনারপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ২৮ দিনের সদ্যজাতের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোক
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Sudip Paul
Last Updated:
South 24 Parganas News: সোনারপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাত্র ২৮ দিন বয়সী এক সদ্যজাতের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: সোনারপুরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। মাত্র ২৮ দিন বয়সী এক সদ্যজাতের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার জগদ্দল এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগদ্দলের বাসিন্দা এক দম্পতির সদ্যোজাত পুত্র সন্তানের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা ও সদ্যজাত একসঙ্গেই থাকতেন। স্বামী কর্মসূত্রে অন্যত্র থাকতেন বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতে ঘুমানোর সময় কোনওভাবে মায়ের শরীরের নিচে চাপা পড়ে অথবা একই কম্বলের মধ্যে মা ও সদ্যজাত ঘুমানোর ফলে শিশুটির শ্বাসরোধ হয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে, শোকস্তব্ধ পরিবার ও প্রতিবেশীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 26, 2025 5:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সোনারপুরে মর্মান্তিক দুর্ঘটনা, ২৮ দিনের সদ্যজাতের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোক








