স্কুল থেকে ফেরা হল না আর! উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, পুলকার পুকুরে পড়ে মৃত ৩ পড়ুয়া! আহত ২

Last Updated:

Uluberia poolcar accident student death: উলুবেড়িয়ার বহিরা গ্রামে স্কুলফেরতা পুলকার পুকুরে পড়ে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু তিন পড়ুয়ার, গুরুতর আহত দুই।

উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনা: রেষারেষি-গতিতে মৃত্যু ৩, আহত ২ স্কুলছাত্র
উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনা: রেষারেষি-গতিতে মৃত্যু ৩, আহত ২ স্কুলছাত্র
স্কুল থেকে বাড়ি ফেরা হল না। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল পুলকার! মৃত্যু ৩ পড়ুয়ার, আহত ২। মর্মান্তিক ঘটনা উলুবেড়িয়ায়। রেষারেষি হয়েছিল বলেই সন্দেহ স্থানীয়দের। সূত্রের খবর, সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের পুকুরে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা পাঁচ পড়ুয়ার মধ্যে তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। গুরুতর আহত দুই পড়ুয়ার চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি দাসপাড়া দিকে যাচ্ছিল, এবং মাদার মেরিনা মিশন স্কুলের পাঁচজন পড়ুয়া পুলকারে ছিল। তাদের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুটি গাড়ির রেষারেষি চলছিল এবং পুলকারের গতি ছিল যথেষ্ট বেশি। সেই সময় গাড়ির নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে চালক সরাসরি পাশের পুকুরে পড়েন।
advertisement
advertisement
দুর্ঘটনার পরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। যন্ত্রপাতি ছাড়াই হাত মিলিয়ে গাড়িটি টেনে তোলা হয়। পড়ুয়াদের জুতো, ব্যাগ— এখনও ছড়িয়ে রয়েছে ঘটনাস্থলে। পরে পুলিশ ও ডুবুরি দল পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।হাসপাতালে তিন পড়ুয়ার মৃত্যু নিশ্চিত হয়েছে। তিন শিশুর নাম— ইশিকা মণ্ডল (৭), সৌভিক দাস (১১) এবং আরিন দাস (৯)
advertisement
উলুবেড়িয়া থানার আধিকারিকরা তদন্ত শুরু করেছেন। গাড়ির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, কিংবা অতিরিক্ত গতি ও রেষারেষিই দুর্ঘটনার কারণ কি না— তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্কুলপড়ুয়াদের যাতায়াতের জন্য বহু বাবা-মা পুলকারের ওপর ভরসা করেন। তবে সম্প্রতি শহর ও জেলার বিভিন্ন প্রান্তে রেষারেষি, বেপরোয়া গতি কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে পুলকার দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে রাজ্য পুলিশেরও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্কুল থেকে ফেরা হল না আর! উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, পুলকার পুকুরে পড়ে মৃত ৩ পড়ুয়া! আহত ২
Next Article
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement