#EgiyeBangla: নন্দীগ্রামে উন্নত চিকি‍ৎসা পরিষেবা, তৈরি হল আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল

Last Updated:

ছোট ভাঙাচোরা ব্লক হাসপাতালের পাশে তৈরি হয়েছে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। আধুনিক অপারেশন থিয়েটার, বহির্বিভাগ, বিশেষজ্ঞ চিকিৎসক-সহ একাধিক সুবিধা পাচ্ছেন মানুষ।

#নন্দীগ্রাম: রাজ্যে পালাবদলের পর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামকে সাজিয়ে দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম হয়েছে স্বাস্থ্য জেলা। ছোট ভাঙাচোরা ব্লক হাসপাতালের পাশে তৈরি হয়েছে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল। আধুনিক অপারেশন থিয়েটার, বহির্বিভাগ, বিশেষজ্ঞ চিকিৎসক-সহ একাধিক সুবিধা পাচ্ছেন মানুষ।
কেমিক্যাল হাব গড়ে তুলতে চাষের জমি দখলের চেষ্টা। বাধা এসেছিল চাষিদের তরফে। সেই বাধা সরাতে একের পর এক গুলি বেরিয়ে আসে পুলিশের বন্দুক থেকে। গুলিবিদ্ধ হয়ে মারা যান চোদ্দোজন। ২০০৭-এর ১৪ মার্চ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।
মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন ক্ষমতায় এলে নন্দীগ্রামের অভাব-অভিযোগ মেটাবেন। মুখ্যমন্ত্রী হয়ে কথা রেখেছেন তিনি। অনেক উন্নয়নমূলক কাজের সঙ্গেই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন তিনি। নন্দীগ্রাম হয়েছে স্বাস্থ্য জেলা। সেদিন সংঘর্ষের সময় ভাঙাচোরা ব্লক হাসপাতাল দেখেছিল রক্ত-কান্না-আর্তনাদ। আধুনিক চিকিৎসা ব্যবস্থা ভাবতেও পারতেন না নন্দীগ্রামের মানুষ। এখন সেই ব্লক হাসপাতালের পাশেই তৈরি হয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। তমলুক বা কাঁথি হাসপাতালে যেতে দীর্ঘ রাস্তা পেরোনর দিন ফুরিয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নত পরিষেবা পাচ্ছে নন্দীগ্রাম। রোগীদের ভরসার ঠিকানা এই হাসপাতাল।
advertisement
advertisement
নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল
------------------------------------
- উন্নত প্যাথলজি ল্যাব, আধুনিক ওটি
- বহির্বিভাগে পর্যাপ্ত চিকিৎসক
- অস্থি, চর্ম, দন্ত-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক
- প্রতিদিন গড়ে ৩,০০০ রোগী আসেন
রোগীদের সহায়তায় হাসপাতালে বসানো হয়েছে লিফটও। সিঁড়ি বেয়ে ওঠার ঝক্কি কমেছে অসুস্থদের। নন্দীগ্রামের মানুষকে উন্নত ও আধুনিক পরিষেবা দিতে পেরে খুশি প্রশাসনও।
advertisement
একসময় নন্দীগ্রামের গলায় ছিল আক্ষেপ আর হতাশা। উন্নয়ন থেকে বঞ্চিত নন্দীগ্রাম ছিল নেই রাজ্যের বাসিন্দা। মুখ্যমন্ত্রীর উদ্যোগে কেটেছে দুর্দিন। চিকিৎসা পরিষেবায় গতি এসেছে। স্বাস্থ্য ফিরেছে নন্দীগ্রামের। হাসি ফুটেছে নন্দীগ্রামের মুখে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
#EgiyeBangla: নন্দীগ্রামে উন্নত চিকি‍ৎসা পরিষেবা, তৈরি হল আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement