টাকার অভাব, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় নবদ্বীপের দুই যুবক

Last Updated:

Gymnastics: মাথাপিছু প্রায় দেড় লাখ টাকা করে খরচ। সুযোগ পেয়েও এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেতে পারবে না বাংলার দুই ছেলে!

+
এশিয়ান

এশিয়ান চ্যাম্পিয়নশিপে অনিশ্চয়তায় দুই যুবক

নবদ্বীপ: অর্থাভাবে জিমন্যাস্টিক্সের এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা। জিমন্যাস্টিক ফেডারেশন অব ইন্ডিয়ার তত্ত্বাবধানে গত ২৬-২৭ অগাস্ট মহারাষ্ট্রে এশিয়ান চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জনের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল।
ন্যাশনাল মিট স্কোরের ভিত্তিতে এ রাজ্যের হয়ে ৬ জন ট্রায়ালে অংশ নেয়। তাঁদের মধ্যে নির্বাচিত হয় নবদ্বীপ তারাসুন্দরী স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রায়না মজুমদার এবং নবদ্বীপ হিন্দুস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র অঙ্কুশ কর্মকার।
১৩তম জুনিয়র ও সিনিয়র আক্রোব্যাটিক্স জিমনাস্টিক্স এশিয়ান চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে মিক্সড পেয়ার ইভেন্টে সুযোগ পেয়েছে।
advertisement
আগামী ১৮ থেকে ২০ অক্টোবর উজবেকিস্তানের তাসখন্দে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
advertisement
এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে চীন, কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ান সহ এশিয়ার আরও কয়েকটি দেশ এই অংশ নেবে। আগামী ১৫ অক্টোবর এই দুই প্রতিযোগীর রওনা হওয়ার কথা।
আরও পড়ুন- চিকেন স্টিক মাত্র ২০ টাকায়! দোকানে হুড়োহুড়ি, ঠিকানা জেনে খেতে যাবেন নাকি!
কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে যাতায়াত সহ বিভিন্নভাবে মাথাপিছু প্রায় দেড় লক্ষ টাকা করে খরচ হবে। রাইনা এবং অঙ্কুশ প্রত্যেকেরই পরিবার আর্থিকভাবে দুর্বল। অর্থ জোগাড় করা নিয়ে চিন্তায় রয়েছে দুই পরিবারের অভিভাবকরা। তাই শেষ পর্যন্ত এই দুই প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে কি না, সেই প্রশ্ন ঝুলেই রয়েছে।
advertisement
তবে অর্থ সংগ্রহের চিন্তা মাথায় থাকলেও প্র্যাক্টিস থেমে নেই। রাইনার মা নন্দিতা মজুমদার রাহা বলেন, ১০ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মহীশূরে ক্যাম্প চলবে। আমাদের দু`টি পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। আমার স্বামী সিকিউরিটি গার্ডের কাজ করেন।
অঙ্কুশের বাবা সেলাই মেশিন সারানোর কাজ করেন। এই কম্পিটিশনে গেলে মাথাপিছু এক একজনের দেড় লক্ষ টাকা প্রয়োজন। যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, ভালো হয় ।
advertisement
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়ামন্ত্রীর দফতরে আবেদন করা হয়েছে। পরিবারের আবেদন সরকারিভাবেও যদি কোনও সাহায্য পাওয়া যায়, তাহলে হয়তো ওরা যেতে পারবে। নব
দ্বীপ শক্তি সমিতি ক্রিয়েটিভ জিমন্যাস্টিক্স অ্যাকাডেমির প্রশিক্ষক বিশ্বরূপ সরকার বলেন, ওরা দু’জনেই এখানে অনুশীলন করে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে যেতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। সরকার যদি সাহায্য করে, তাহলেই ওরা যেতে পারবে এবং রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবে।
advertisement
তিনি আরও বলেন ইতিমধ্যেই নবদ্বীপ পৌরসভার পৌরপতি এদের পাশে দাঁড়িয়েছেন। পৌরসভার পক্ষ থেকে দুই প্রতিযোগিকে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
দুই প্রতিযোগির পরিবার আশাবাদী শেষ পর্যন্ত মা-মাটি-মানুষের সরকারের মুখ্যমন্ত্রী এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এশিয়ান চ্যাম্পিয়ানশিপের অংশগ্রহণ করার সুযোগ করে দেবেন তাদের সন্তানদের।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
টাকার অভাব, এশিয়ান চ্যাম্পিয়নশিপে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় নবদ্বীপের দুই যুবক
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement