West Bardhaman News : মহকুমা হাসপাতালকে সুরক্ষা এবং পরিছন্নতা দিতে এগিয়ে এল শহরের দুই বেসরকারি হাসপাতাল
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
বেসরকারি হাসপাতালগুলির পরিচ্ছন্নতা এবং নিরাপত্তায় অভিজ্ঞতা বেশি। সেই অভিজ্ঞতা মহকুমা হাসপাতালে কাজে লাগবে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : বিগত কয়েক বছরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় অনেক উন্নতি হয়েছে। একাধিক নতুন স্বাস্থ্য পরিষেবা শুরু হয়েছে। হয়েছে হাসপাতালের পরিকাঠামগত উন্নয়ন। যার ফলে স্বাভাবিকভাবেই হাসপাতালে আনাগোনা বেড়েছে। রোগীদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসছেন রোগীরা। হচ্ছে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা।
এমন অবস্থায় মহাকুমা হাসপাতালের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতে এগিয়ে এল দুটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গাপুর মহকুমা হাসপাতালকে নিরাপত্তা এবং পরিছন্নতার দিকে সহযোগিতা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে নামী এই দুটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত বেসরকারি হাসপাতালগুলির পরিচ্ছন্নতা এবং নিরাপত্তায় অভিজ্ঞতা বেশি। সেই অভিজ্ঞতা মহকুমা হাসপাতালের উন্নতির জন্য কাজে লাগাতে করা হয়েছিল আবেদন।
advertisement
advertisement
এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ দুটি সেই আবেদনে সাড়া দিয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা এবং পরিছন্নতার জন্য হাতে হাত লাগিয়ে কাজ করবে। আশা করা হচ্ছে, বেসরকারি হাসপাতাল দুটি এগিয়ে আসার ফলে মহকুমা হাসপাতালের নিরাপত্তা আরও ভাল হবে। বাড়বে মহকুমা হাসপাতালের পরিছন্নতা।
advertisement
অন্যদিকে একটি বিশেষজ্ঞ মহল বলছে, আর.জি.কর কাণ্ডের পর অনেকেই সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এমন সময় দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত যথেষ্ট কার্যকরী হবে। হাসপাতালে নিজেদের আরও সুরক্ষিত মনে করতে পারবেন রোগীরা, রোগীর পরিজনরা, চিকিৎসকরা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
তাছাড়াও হাসপাতালের পরিচ্ছন্নতা বাড়বে। যা সবমিলিয়ে মহকুমা হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত করবে।
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2024 2:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : মহকুমা হাসপাতালকে সুরক্ষা এবং পরিছন্নতা দিতে এগিয়ে এল শহরের দুই বেসরকারি হাসপাতাল
