Arthritis: আর্থ্রাইটিস-এ নাজেহাল? শীতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বাতের ব্যথা, কীভাবে সমস্যা বাগে আনবেন? জানাচ্ছেন চিকিৎসক
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অনেকের কাছেই শীতকাল মানে রোম্যান্স, পিকনিক, বেড়াতে যাওয়া, অনেকের কাছেই আবার শীতকাল মানে অসহনীয় যন্ত্রণা! এই শীতকালেই বাড়ে বাতের ব্যথা, হাঁটাচলা করা রীতিমত কষ্টকর হয়ে পড়ে। কিন্তু কেন শীতে বাড়ে বাতের ব্যথা? কীভাবেই বা ব্যথা কমাবেন? জানাচ্ছেন চিকিৎসক--
advertisement
বেঙ্গালুরুর মনিপাল হাসপাতালের অর্থোপেডিক বিভাগের জয়েন্ট রিপ্লেসপেন্ট ও রোবোটোক সার্জারির বিশেষজ্ঞ ডাঃ সামর্থ আচর্য বলেন, '' তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতকালে আর্থ্রাইটিস বা বাতের ব্যথা বেড়ে যায়। তাপমাত্রা কমে গেলে জয়েন্টের তরল ঘন হয়ে যায় এবং জয়েন্টের আশপাশের রক্তনালীগুলি সঙ্কুচিত হয়ে পড়ে। হয়। ফলে হাত, হাঁটু এবং নিতম্বে ব্যথা ও জড়তা আরও বেড়ে যায়।''
advertisement
শীতকালে বায়ুমণ্ডলের চাপে পরিবর্তন হয়, এর কারণেও জয়েন্টের ব্যথা বাড়ে। এই সময় সূর্যের রশ্মির অভাব ভিটামিন ডি-এর মাত্রা কমিয়ে দেয়, যা হাড় ও জয়েন্টের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। পাশাপাশি, ঠান্ডার প্রতিক্রিয়ায় ইমিউন সিস্টেমের অতিসক্রিয়তা অটোইম্যিউন আর্থ্রাইটিস যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গাউটের ক্ষেত্রে প্রদাহ বাড়িয়ে দিতে পারে।ডাঃ আর্য আরও জানান, “শীতকালে ওজন বৃদ্ধি ও ঠান্ডার প্রতি ব্যথা-সংবেদনশীলতা বেড়ে যাওয়ায় বাতের ব্যথার উপসর্গ আরও খারাপ হয়।''
advertisement
advertisement
advertisement
