Murshidabad news: সবুজ সাথীর নতুন সাইকেল নিয়ে বাড়ি ফেরা হল না! মাঝপথেই প্রাণ গেল দুই ছাত্রীর, আহত আরও ২

Last Updated:

স্কুল থেকে সবুজসাথীর সাইকেল দেওয়ায় সেই সাইকেলে করেই বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল দুই ছাত্রী।

মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ছাত্রীর।
মুর্শিদাবাদে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ছাত্রীর।
মুর্শিদাবাদ: স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাকায় প্রাণ হারালো দুই ছাত্রী। ঘটনাটি ঘটেছে ৩৪ নম্বর জাতীয় সড়কের আহিরন ব্রিজের কাছে। মৃত দুই ছাত্রীর নাম দীপিকা মণ্ডল (১৫) ও বাণী মণ্ডল (১৬)। দু' জনেই আহিরন বাঙাবাড়ি স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
কয়েকজন বন্ধু মিলে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল ওই স্কুলছাত্রীরা। তখনই পিছনদিক থেকে একটি লরি এসে ওই দুই ছাত্রীর সাইকেলে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ছাত্রীর৷ আরও দু' জন ছাত্রী গুরুতর আহত হয়। সেই সঙ্গে অন্য এক ব্যক্তিও আহত হন। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় এক ছাত্রীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। ঘাতক লরি সহ চালককে আটক করেছে সুতি থানার পুলিশ।
advertisement
advertisement
প্রতিদিনের মতো শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়েছিল বাণী ও দীপিকা। তাদের বাড়ি সরলা কিশোরপুর। স্কুল থেকে সবুজসাথীর সাইকেল দেওয়ায় সেই সাইকেলে করেই বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল দুই ছাত্রী। ৩৪ নম্বর জাতীয় সড়কের আহিরন ব্রিজের কাছে হঠাৎই পিছন দিক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাণী মন্ডল ও দীপিকা মণ্ডলের। আরও দু' জন ছাত্রী সহ পথচলতি একজন গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ।
advertisement
মৃত ছাত্রী দিপীকা মণ্ডলের কাকা রতন মণ্ডল বলেন, 'আমার ভাইঝি নতুন সাইকেল পাবে বলে সকালে খুব খুশি মনেই স্কুলে গিয়েছিল। কিন্তু ওর যে আর বাড়ি ফেরা হবে না সেটা কল্পনাও করিনি। পুলিশ লরির চালকে গ্রেফতার করেছে। আমরা তার কঠোর শাস্তি চাই।'
advertisement
প্রত্যক্ষদর্শী কিশোর মণ্ডল বলেন, 'লরির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ওই ছাত্রীরা রাস্তার একপাশ দিয়েই আসছিল। কিন্তু লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে।'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad news: সবুজ সাথীর নতুন সাইকেল নিয়ে বাড়ি ফেরা হল না! মাঝপথেই প্রাণ গেল দুই ছাত্রীর, আহত আরও ২
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement