Jhargram News: বাড়িতে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
- Published by:Sayani Rana
- hyperlocal
Last Updated:
বাড়িতে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে ঝাড়গ্রাম থানার পুলিশ ভিন জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
ঝাড়গ্রাম: বাড়িতে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে ঝাড়গ্রাম থানার পুলিশ ভিন জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সন্দীপ দাস।
অভিযুক্তকে উত্তর চব্বিশ পরগনার পিয়ারলেস নগর,মানিহাটি থানার পুলিশ গ্রেফতার করে। শনিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করে। বিচারক তিন দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত বছর ২৪. ৫.২২ তারিখ শহরের এক বাসিন্দা শীতল মন্ডল ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। টাওয়ার বসানোর নাম করে ফোন করা হয়েছিল। টাওয়ার বসানোর জন্য ১৬ লক্ষ ৫৩ হাজার টাকা চাওয়া হয়েছিল।আর টাওয়ারে চাকরি সহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
টাওয়ার বসানোর জন্য বিভিন্ন খরচের জন্য এই টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ। অনলাইনে টাকা দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। টাকা অনলাইন মাধ্যমে স্থানান্তর করার সূত্র ধরেই পুলিশ অভিযুক্তর নাগাল পায় এবং ওই ব্যক্তির খোঁজ পায়। জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে পুরুলিয়া জেলাতেও প্রতারনা অভিযোগ রয়েছে।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 18, 2023 8:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: বাড়িতে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি