Howrah News: ধোঁয়া বেচেই হবে স্বপ্নপূরণ! এগিয়ে চলেছে দুই বন্ধু! রোজগারও মন্দ নয়
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Smoke Biscuit: স্বপ্ন পূরণে দুই বন্ধুর ভরসা স্মোক। আর এই ধোঁয়া বেচে উপার্জন বাড়াতে এগিয়ে চলেছে রাহুল ও জিৎ।
হাওড়া: স্বপ্ন পূরণে দুই বন্ধুর ভরসা স্মোক। রাহুল মেটে একজন পাইপ লাইনের মেকানিক। গত দু – তিন বছর হল নিজের ব্যবসা শুরু করেছে সে। বর্তমানে জেলায় পাইপ লাইনের কাজের বেশ চাহিদা রয়েছে। সেই দিক থেকে রাহুলের হাতে কাজও মন্দ নয়। অন্যদিকে জিৎ সর্দার একটি ওয়াসার কারখানার শ্রমিক। রাহুল, জিৎ বন্ধুত্বে বেশ ঘনিষ্ঠ। অবসর সময়ে বন্ধুর সঙ্গে আড্ডা ঠাট্টার মাঝেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। সারাদিন কাজ করে যা হয় তাতে সংসার চললেও দুজনের স্বপ্ন পূরণ হওয়া মুশকিল মনে করে তারা।
যে যার কাজ সেরে বিকেল অথবা সন্ধায় বাড়ি ফেরা। বন্ধুদের সঙ্গে আড্ডা গল্পের মাঝেই রাহুল জিৎ স্থির করে পার্ট টাইম ব্যবসা করবে। তবে কোন ব্যবসা করবে সেটা নিয়ে বেশ কিছুদিন ভাবনা চিন্তা শুরু হয়। তারপর স্থির করে স্মোক বিস্কুট পানের ব্যবসা। সেই মত দুই বন্ধু স্বপ্ন পূরণের ব্যবসা শুরু করে। শুরু থেকেই তাদের লক্ষ্য ছিল কম ইনভেস্টে ব্যবসা শুরু। তাদের ভাবনা উপযোগী ব্যবসা মনে হয় স্মোক পান, স্মোক বিস্কুট, স্মোক ক্যাডবেরির। এর প্রতি যুব সমাজের আগ্রহ রয়েছে। তাদের এই ব্যবসা মূলত সন্ধ্যাকালীন।
advertisement
advertisement
দুই বন্ধু কাজ সেরে একজায়গায় মিলিত স্মোকের ঝুলি নিয়ে গন্তব্যে পাড়ি। গত প্রায় ৪-৫ মাস পার করেছে দুই বন্ধুর এই ব্যবসা। মেলা অনুষ্ঠানের পাশাপাশি বিয়ে বাড়ির মত অনুষ্ঠানে বরাতও মিলছে। এবার হাওড়ার আন্দুলের ঐতিহ্যবাহী রথের মেলাতেও স্টলদিয়েছে। গরমের তুলনায় কম চাহিদা হলেও এই হালকা শীতের সন্ধায় খুব কম নয় ক্রেতাদের আগ্রহ।
advertisement
এ প্রসঙ্গে জিৎ এবং রাহুল জানায়, যেহেতু এই স্মোক ঠান্ডা। তাই শীতের মরশুমে কিছুটা চাহিদা কম। গরমের সময় দারুণচাহিদা থাকে। তারা আরও জানায়, নিজেদের কাজের পাশাপাশি পার্টটাইম কোন কিছু কাজ করার চিন্তাভাবনা দীর্ঘদিন ধরেই ছিল। বর্তমানে স্মোক বিস্কুট ক্যাডবেরি বা পানের চাহিদা রয়েছে। জেলাতে এর স্টলও খুব বেশি নেই। তাই সাত-পাঁচ বেশি না ভেবে ব্যবসা শুরু করে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 8:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ধোঁয়া বেচেই হবে স্বপ্নপূরণ! এগিয়ে চলেছে দুই বন্ধু! রোজগারও মন্দ নয়