আমন ধানের সঙ্গে বাড়ছে বোরো ধান, বর্ধমানে ব্যাপক ক্ষতির আতঙ্কায় ধান চাষীরা
Last Updated:
#বর্ধমান: ধান চাষের বিচিত্র ছবি পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে। এবছর লাগানো আমনের সঙ্গে বাড়ছে গত বারের বোরো ধান। একই জমিতে দু'রকম ধান ফলায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা।
পূর্ব বর্ধমানের ভাতার ব্লকে বারবারই বিপর্যয়ের মুখে পড়েন কৃষকরা। কখনও শিলাবৃষ্টি। কখনও জলসংকট। কিন্তু এবার অন্য সমস্যা। কৃষকদের দাবি, এবার বর্ষায় তাঁরা স্বর্ণ বা আমন ধান চাষ করেছিলেন। কিন্তু গাছ বড় হতে দেখা যায়, আমন ধানের সঙ্গেই বেড়ে উঠছে বোরো চাষের সময়ে লাগানো ছত্রিশ ধান। কাঁচা আমনের মাঝে পাকা বোরো ধানের ছবি এখন ভাতারের বহু এলাকায়।
advertisement
গত মরশুমে বোরো ধানচাষের সময়ে ভাতার ব্লক জুড়ে ব্যাপক ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। প্রচুর বোরো ধান জমিতে ঝরে পড়ে। সাধারণত জমির জলে সেই ধান পচে যাওয়ার কথা। কিন্তু এবার বর্ষা দেরিতে এসেছে। ফলে ঝরে পড়া ধান পচে নষ্ট হয়নি। এবার যথারীতি আমনের চাষ হয়েছে। বড় হয়েছে ধান। কিন্তু তার মধ্যেই দেখা যাচ্ছে বোরো ধানের হলুদ ডগা। একই জমিতে আমন বা স্বর্ণ ও বোরোর ছত্রিশ ধান চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের।
advertisement
advertisement
ছত্রিশ ধানের পেকে যাওয়া শিশগুলো কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভাতার ব্লকের কৃষি আধিকারিক। কৃষকদের আক্ষেপ, এমনিতেই স্বর্ণধানের ফলন কম হবে। তার উপর অতিরিক্ত শ্রমিক লাগিয়ে দু'বার ধান কাটতে হলে বাড়বে লোকসানের বহর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2019 10:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আমন ধানের সঙ্গে বাড়ছে বোরো ধান, বর্ধমানে ব্যাপক ক্ষতির আতঙ্কায় ধান চাষীরা