Car Accident: ইদের আনন্দে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর কাণ্ড! আপনিও সাবধান হন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Car Accident: ইদ উপলক্ষেই কয়েকজন বন্ধুর সঙ্গে একটি চার চাকা গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলেন। একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে
পূর্ব বর্ধমান: অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। বুধবার ভোররাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মশাগ্রামের কাছে। মৃতদের নাম আব্বাস আলি মল্লিক ও সেলিম।
জানা গিয়েছে, সেলিম ও আব্বাস দু’জনেই পূর্ব বর্ধমান জেলার মশাগ্রামের কেরিলি গ্রামের বাসিন্দা। আব্বাস আলি মল্লিক ভিনরাজ্যে কাজ করতেন। দিন কয়েক আগে বকরি ইদ উপলক্ষে বাড়িতে ফিরেছিলেন। ইদ উপলক্ষেই কয়েকজন বন্ধুর সঙ্গে একটি চার চাকা গাড়িতে করে ঘুরতে বের হয়েছিলেন। একটি অনুষ্ঠান দেখে ফেরার পথে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। পাল্টি খেয়ে গাড়িটি জলের মধ্যে গিয়ে পড়ে। এই দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা সকলেই গুরুতরভাবে জখম হন। মৃত আব্বাসের মা জানান, দশঘরার কাছে দুর্ঘটনাটা ঘটেছে বলে শুনেছি। ওরা বন্ধুরা মিলে ফাংশান দেখতে গিয়েছিল। গ্রামের লোকেরাই আমাদের খবর দেয়। তারপরই আমরা জানতে পারি।
advertisement
দুর্ঘটনার পরই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই গাড়ির ভেতর থেকে ছয় জনকে বার করে আনেন। আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত বলে ঘোষণা করেন। অপর চার জনকে জামালপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে গুরুতর জখম আব্বাস আলি মল্লিককে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়। বন্ধুদের সঙ্গে বেড়াতে বেরিয়ে অনুষ্ঠান দেখে ফেরার পথে আনন্দ মুহূর্তেই বদলে যায় শোকের পরিবেশে।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2024 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Car Accident: ইদের আনন্দে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে ভয়ঙ্কর কাণ্ড! আপনিও সাবধান হন