Fishing Trawler: তীব্র গরমে গভীর সমুদ্রে যেতে পারল না মাছ ধরার ট্রলার, অপেক্ষা বৃষ্টির

Last Updated:

Fishing Trawler: ইলিশের সন্ধানে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েক হাজার ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিন্তু তীব্র আদ্রতা জনিত এই প্যাচপ্যাচে গরম ভাবাচ্ছে সকলকে

+
দাঁড়িয়ে

দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকটি ট্রলার 

দক্ষিণ ২৪ পরগনা: মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা উঠে গেলেও আবহাওয়ার জন্য বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। অত্যাধিক গরম থাকায় সমুদ্রে মাছ ধরতে যেতে পারল না মাছ ধরার ট্রলার। এই পরিস্থিতিতে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন মৎস্যজীবীরা।
ইলিশের সন্ধানে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েক হাজার ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। কিন্তু তীব্র আদ্রতা জনিত এই প্যাচপ্যাচে গরম ভাবাচ্ছে সকলকে। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তাই ইলিশের সন্ধানে বেশিরভাগ ট্রলার বেরিয়ে পড়লেও বেশ কিছু টলার এই গরমের জন্য গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া বাতিল করেছে। তাঁরা বৃষ্টির জন্য অপেক্ষা করছেন।
advertisement
advertisement
এখনও বেশ কিছু ট্রলার দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন মৎস্য বন্দরে নোঙর করা রয়েছে। বর্ষার বৃষ্টি শুরুর জন্য অপেক্ষা করছেন তাঁরা। শুধু গরমের জন্য কষ্ট দায়ী এমনটা নয়, ভাল বৃষ্টি না হলে মাছ পেতেও সমস্যা হয়। এদিকে সময় মত ট্রলার ছাড়তে না পারায় বড়সড় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে কবে বর্ষের বৃষ্টি শুরু হবে এখন তারই দিন গোনার পর্ব চলছে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fishing Trawler: তীব্র গরমে গভীর সমুদ্রে যেতে পারল না মাছ ধরার ট্রলার, অপেক্ষা বৃষ্টির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement