হোম /খবর /দেশ /
ইদের আগেই জঙ্গিদের গুলিতে নিথর দেহে বাড়িতে ফিরলেন দুই বিএসএফ জওয়ান

ইদের ছুটিতে ফেরার কথা ছিল, তার আগেই জঙ্গিদের গুলিতে নিথর দেহে বাড়িতে মুর্শিদাবাদের দুই বিএসএফ জওয়ান

বুধবার সকাল পর্যন্ত সমস্ত কিছুই ঠিক ছিল। দুই পরিবারই জানত ঈদের ছুটিতে বাড়ি ফিরে আসবে তাদের স্বামীরা।

  • Last Updated :
  • Share this:

 #মুর্শিদাবাদ:  জঙ্গিদের গুলিতে মৃত্যু হল মুর্শিদাবাদের বিএসএফের দুই জওয়ানের। বুধবার বিকেলে কাশ্মীরের পানচেড কাছে  একটি ফলের দোকানে ফল কেনার সময় মোটরবাইক করে এসে এলোপাতাড়ি গুলি করে জঙ্গীরা। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলি ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। মৃতরা হল মুর্শিদাবাদ রেজিনগর থানার জিয়াউর হক(৩৩), ও জলঙ্গি থানা রানা মন্ডল(২৮)। জিয়াউর ঘটনাস্থলেই মারা যায়। রানা মন্ডলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়।

 বুধবার রাতেই দুই পরিবারের কাছে মৃত্যুর খবর পৌছাতেই শোকের ছায়া নেমে আসে গ্রামজুড়ে।বুধবার সকাল পর্যন্ত সমস্ত কিছুই ঠিক ছিল। দুই পরিবারই জানত ঈদের ছুটিতে বাড়ি ফিরে আসবে তাদের স্বামীরা। মুর্শিদাবাদের জলঙ্গি সাহেবরামপুর এর বাড়ি রানা মন্ডল এর। বছর সাতেক আগে বিএসএফের চাকরিতে যোগদান করার পর অভাবের সংসারে একটু শ্রী এসেছিল। পরিবারে বৃদ্ধ বাবা-মা ছাড়াও স্ত্রী ও ছয় মাসের সন্তান রয়েছে। জিয়াউর হকের বাড়ি রেজিনগরের গোপালপুর গ্রামে। পরিবারে বৃদ্ধ মা দীর্ঘদিন ধরে অসুস্থ। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বাড়িতেই থাকেন। বড়টি চার বছরের ও কোলেরটি দু বছরের। বছর ১৩ ধরে বিএসএফ চাকরি করছেন জিয়াউর।

Pranab Kumar Banerjee

Published by:Elina Datta
First published:

Tags: Ramzan Month, Terror Attack, Terrorist Encounter