HS Results: বয়সের তফাৎ এক মিনিট! নম্বরের ব্যবধান দুই! উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল যমজ বোন

Last Updated:

বয়সের তফাৎ এক মিনিট, উচ্চ মাধ্যমিকের নম্বরের তফাৎ মাত্র দুই এবং গোটা বিদ্যালয় একজন প্রথম, অন্যজন দ্বিতীয়। শান্তিপুর গোবিন্দপুর পশ্চিম দাস পাড়ার বাসিন্দা মুক্তা প্রামাণিক ও রিক্তা প্রামানিক যমজ বোন।

+
কৃতি

কৃতি দুই যমজ বোন

নদিয়া: বয়সের তফাৎ এক মিনিট, উচ্চ মাধ্যমিকের নম্বরের তফাৎ মাত্র দুই এবং গোটা বিদ্যালয় একজন প্রথম, অন্যজন দ্বিতীয়। শান্তিপুর গোবিন্দপুর পশ্চিম দাস পাড়ার বাসিন্দা মুক্তা প্রামাণিক ও রিক্তা প্রামানিক যমজ বোন। ছোটবেলা থেকেই অভাবের সংসারে তারা মানুষ। বাবা আগে তাঁতের কাজ করলেও বর্তমানে তাঁতের অবস্থার কথা সকলেই জানে, সেই কারণে বর্তমানে তিনি টোটো চালান। নির্দিষ্ট কোন স্ট্যান্ড নেই তার। বেশ কিছু দোকান ধরা রয়েছে, তাদেরই ভাড়া খাটেন, এছাড়াও ভোর চারটের সময় সবজির আড়তে গিয়েও কাজ করেন। নুন আনতে পান্তা ফুরানো সংসারে পড়াশোনা করে এগিয়ে গিয়েছে যমজ বোন।
ওয়েবসাইটে প্রথম তারা রেজাল্ট জানে। বিবেকানন্দ নগর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে দুই বোন একজন প্রথম, অন্যজন দ্বিতীয় স্থান পেয়েছে। একজন ৫০০ তে ৪৭৩, অপরজন ৪৭১। একই বাড়ির দুই বোনের এই চূড়ান্ত সাফল্যে খুশি পরিবার-সহ আত্মীয়-স্বজন থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। বড় বোন মুক্তা প্রামানিক জানান, তারা প্রাইমারি স্কুলেও একই সঙ্গে পড়াশোনা করেছে।
advertisement
আরও পড়ুন- অভাব-অনটন, দিনরাত দোকান-অসুস্থ বাবাকে সামলেও দুর্দান্ত রেজাল্ট,নার্স হতে চায় বাংলার মেয়ে
অত্যন্ত গরিব পরিবারের জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে মানুষ হতে হয়েছে তাদের। একটি বই কিনে দিলে সেই বই দিয়েই দুজনে পড়াশোনা করত, উপরন্ত সব সময় বই কিনে দেওয়ার সামর্থ্যও ছিল না তার বাবা-মায়ের, বড় দাদা দিদি দের কাছ থেকে পুরনো বই কখনো নিয়ে এসে কিংবা ধার করে পড়াশোনা করতে হতো তাদের।
advertisement
advertisement
ভবিষ্যতে দুই বোনেরই ইচ্ছে রয়েছে গ্রাজুয়েশনে ফিলোসফি অনার্স নিয়ে পড়াশোনা করার এবং তারপর শিক্ষিকা হয়ে গরীব দুস্থ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাওয়ার। তবে দুই বোনকে ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের জন্য দরকার প্রচুর অর্থ, কোথা থেকে সেই অর্থ যোগান হবে সেই নিয়েই বর্তমানে চিন্তায় পরিবার।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Results: বয়সের তফাৎ এক মিনিট! নম্বরের ব্যবধান দুই! উচ্চ মাধ্যমিকে নজর কাড়ল যমজ বোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement