সীমান্তে হলুদ বোঝাই ট্রাক, সন্দেহ হতেই আটক করে পুলিশ! তার পর কেজি কেজি বেরল অন্য জিনিস!
- Published by:Tias Banerjee
Last Updated:
Turmeric: কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা পুলিশ ২৩২ কেজি গাঁজা-সহ ট্রাকচালক রমেন সিংকে গ্রেফতার করেছে। গাঁজা ছত্তীসগঢ় থেকে বাংলায় পাচার হচ্ছিল।
ঝাড়গ্রাম: কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্যে দেশজুড়ে জারি রয়েছে একাধিক অভিযান। মাদক পাচার রুখে, সেই অর্থে জঙ্গি সংগঠনগুলির অর্থভাণ্ডার নষ্ট করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য। সম্প্রতি এই জাতীয় একটি বড় সাফল্য এল ঝাড়গ্রাম জেলা পুলিশের হাতে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে ঝাড়গ্রামের নেতুরা এলাকায় অভিযান চালায় জেলা পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কে কাঁচা হলুদ বোঝাই একটি ট্রাক আটক করা হয়। তল্লাশির পর ট্রাকের কেবিন থেকে পলিথিনে মোড়া ২৫টি প্যাকেটে মোট ২৩২ কেজি ১৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ট্রাকচালক দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা রমেন সিং (৩৭)-কে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
advertisement
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগঢ়ের বিলাসপুর থেকে ওই ট্রাকে গাঁজা লোড করা হয়েছিল এবং তা বাংলার উদ্দেশে পাচার হচ্ছিল। ধৃত রমেন জানায়, সে শুধু চালক, তবে গোটা পাচারচক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে রবিবার ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে।
advertisement
রাজু সিং
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 11, 2025 4:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সীমান্তে হলুদ বোঝাই ট্রাক, সন্দেহ হতেই আটক করে পুলিশ! তার পর কেজি কেজি বেরল অন্য জিনিস!