South 24 Parganas News: মথুরাপুরের ছত্রভোগে হাজার বছরের প্রাচীন সতিপীঠ ত্রিপুরাসুন্দরীর মন্দির
- Published by:sipra roy
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
প্রায় ১০০০ বছরের পুরানো এই মন্দির গুপ্তযুগের সমসাময়িক মন্দির হিসাবে চিহ্নিত হয়েছে প্রত্নতাত্ত্বিক খননের সময়।
মথুরাপুর: সুন্দরবনের প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির কৃষ্ণচন্দ্রপুরের ছত্রভোগের ত্রিপুরাসুন্দরী মন্দির। প্রায় ১০০০ বছরের পুরানো এই মন্দির গুপ্তযুগের সমসাময়িক মন্দির হিসাবে চিহ্নিত হয়েছে প্রত্নতাত্ত্বিক খননের সময়। ইতিহাসের দিক থেকে এই মন্দির সুন্দরবনের প্রাচীন ইতিহাস বয়ে নিয়ে চলে আজও। কালীপুজোর দিন এই মন্দিরে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান।
এই মন্দির কুব্জিকা তন্ত্র অনুযায়ী ৪২ টি শক্তিপীঠের ১ টি শক্তিপিঠ। কথিত আছে এখানে সতীর ছাতি বা ছত্র পড়েছিল, সেজন্য এই এলাকার নাম ছত্রভোগ। আগে ত্রিপুরার রীতিমেনে এই মন্দিরে পুজো হত। বর্তমানে ব্রাহ্মন্য রীতি মেনে এই মন্দিরে পুজো হয়। এই মন্দিরে ত্রিপুরাসুন্দরীর সঙ্গে শিব নেই। শিব থাকেন বড়াশিতে। পৌরানিক মতে ত্রিপুরাসুন্দরীদেবীর এই বরাভয় মুর্তি হিন্দুধর্মে প্রসিদ্ধ।
advertisement
advertisement
ধর্মীয় রীতি বাদ দিলে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অনেক। ত্রিপুরা রাজ্যের সর্বপ্রাচীন গ্রন্থ রাজমালাতে এই মন্দিরের উল্লেখ আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা জজাতির পুত্র দুহ্য শাপভ্রষ্ট হওয়ার পর শাপমুক্তির লক্ষ্যে কপিলমুনির আশ্রমে এসেছিলেন। তাঁরই বংশধর পতদ্রুন কিরাত এই এলাকায় ত্রিপুরাসুন্দরী মন্দির প্রতিষ্ঠা করেন। পরে তাঁর বংশধররা ত্রিপুরায় চলে যান।কথিত আছে মহাপ্রভু চৈতন্যদেব নীলাচলে যাওয়ার সময় কয়েকদিন ছত্রভোগে থেকে ছিলেন।
advertisement
প্রাচীন এই মন্দিরটি প্রাকৃতিক বিপর্যয়ে একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দিরের প্রাচীন ইতিহাস জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মন্দির সংলগ্ন এলাকায় খনন কাজ চালানো হয়। সেখান থেকে বহু প্রাচীন মূর্তি ও প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হয়েছিল। বর্তমান মন্দিরের তলায় প্রাচীন মন্দিরের অবশিষ্টাংশ এখনও রয়েছে বলে মত প্রত্নতাত্ত্বিকদের।
advertisement
এ নিয়ে স্থানীয় প্রত্নতাত্ত্বিক দেবী শংকর মিদ্যা জানিয়েছেন, মন্দিরের ইতিহাস যে সুপ্রাচীন সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে মন্দিরটি নিয়ে আরও গবেষণা করার প্রয়োজন রয়েছে। এই মন্দির চত্বরে খনন কাজ চালানো হলে ভবিষ্যতে আরও নতুন কিছু উঠে আসবে। ত্রিপুরার সঙ্গে এই এলাকার সংযোগ এ নিয়েও নতুন দিকের আলোকপাত হবে।তবে ইতিহাস যাই হোক না কেন, এই মন্দিরের মা ত্রিপুরা খুবই জাগ্রত দেবী এমনই বিশ্বাস স্থানীয়দের। আর সেই বিশ্বাসেই সমস্ত কিছু মিলে যায় এখানে। এমনভাবেই যুগ যুগ ধরে চলে আসছে সমস্ত গল্পকথা।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 03, 2023 5:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মথুরাপুরের ছত্রভোগে হাজার বছরের প্রাচীন সতিপীঠ ত্রিপুরাসুন্দরীর মন্দির