পার্টি অফিসের মধ্যেই গলায় ফাঁস! দেনার দায়? না অন্য কারণ? তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ ঘিরে জল্পনা

Last Updated:

TMC Councilor: নদিয়ার হরিণঘাটায় তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুই-এর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেনার চাপের কথা জানালেও, বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক বিতর্ক চলছে।

নদিয়ার হরিণঘাটায় তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুই-এর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেনার চাপের কথা জানালেও, বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক বিতর্ক চলছে।  প্রতীকী ছবি৷
নদিয়ার হরিণঘাটায় তৃণমূল কাউন্সিলর রাকেশ পাড়ুই-এর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দেনার চাপের কথা জানালেও, বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক বিতর্ক চলছে। প্রতীকী ছবি৷
রঞ্জিত সরকার, নদিয়া: নদিয়ার হরিণঘাটায় এক তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটা পৌরসভার মোহনপুর এলাকার দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পাড়ুই-এর ঝুলন্ত দেহ।
পরিবারের লোকজনই প্রথম তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পার্টি অফিসের ভিতরে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে হরিণঘাটা থানার পুলিশ। দেহ পাঠানো হয়েছে কল্যাণীর জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে, আজই হবে ময়নাতদন্ত।
মৃত কাউন্সিলরের বাবা জানিয়েছেন, তাঁর ছেলের ওপর অনেক দেনার চাপ ছিল। মাত্র দু’দিন আগেই তিনি ছেলেকে দেড় লাখ টাকা দিয়েছিলেন পাওনাদারদের চাপে। প্রায়শই বিভিন্ন পাওনাদার বাড়িতে এসে চাপ সৃষ্টি করত।
advertisement
advertisement
ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিধায়ক অভিযোগ করেছেন, “বাজার থেকে বহু টাকা তুলেছিলেন রাকেশবাবু। নানান প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাপের মুখে পড়েছিলেন। দলের উচিত ছিল বিষয়টি নজরে রাখা।”
এই মন্তব্য খারিজ করেছে তৃণমূল কংগ্রেস। তাঁদের পাল্টা দাবি— “বিজেপি সব সময় যে কোনও মৃত্যু নিয়েই রাজনীতি করে। এটা দুর্ভাগ্যজনক।”
advertisement
এই মৃত্যুর পেছনে সত্যিই আর্থিক চাপ ও পাওনাদারদের ভূমিকা রয়েছে কিনা, নাকি অন্য কোনও কারণ, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত রিপোর্ট ও পুলিশি তদন্তের ওপর।
এমন একটি অকালমৃত্যু কেবল রাজনৈতিক মহলে নয়, সাধারণ মানুষের মনেও রেখে যাচ্ছে একরাশ প্রশ্ন। দলীয় কার্যালয়ে এক জনপ্রতিনিধির এমন পরিণতি—সত্যিই কি শুধুই দেনার চাপে আত্মঘাতী সিদ্ধান্ত? নাকি রয়েছে আরও কোনও অজানা অধ্যায়?
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পার্টি অফিসের মধ্যেই গলায় ফাঁস! দেনার দায়? না অন্য কারণ? তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ ঘিরে জল্পনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement