ডায়েট ভুলে ভুরিভোজ, শাড়ি 'মাস্ট'! পুজোয় কী কী 'প্ল্যান'? শেয়ার করলেন রচনা

Last Updated:

Rachana Banerjee: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সময় ডায়েট ভুলে প্রাণ ভরে খাওয়াদাওয়া করবেন রচনা

রচনা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো প্ল্যান
রচনা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুজো প্ল্যান
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষঃ বয়স ৫০ পেরিয়েছে তাঁকে দেখে বোঝার উপায় নেই। এখনও অনায়াসে অষ্টাদশীদের টেক্কা দিতে পারেন তিনি। এখানে কথা হচ্ছে বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ তথা হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। এবার তিনিই জানালেন, পুজোর পাঁচটা দিন কোনও ডায়েট নয়, বরং প্রাণ ভরে খাওয়াদাওয়া করবেন।
‘পুজোর পাঁচটা দিন কোনও ডায়েট নয়, প্রাণ ভরে খাও লুচি নাড়ু সুজি’, সারা বছর ডায়েট করলেও দুর্গাপুজোর সময় ‘নো ডায়েট’ রচনার। একইসঙ্গে তিনি জানান, পুজো মানে শাড়ি একেবারে ‘মাস্ট’।
আরও পড়ুনঃ চা পাতা চুরির অভিযোগ, গায়েব হয়ে যাচ্ছে পরপর বস্তা! পুলিশের জালে খোদ সিভিক ভলেন্টিয়ার
গরমে ডাবের জল, ফল ও বেশি করে জল খাওয়ার পরামর্শ দিয়েছিলেন হুগলির সাংসদ। পঞ্চাশ পেরিয়েও ছিপছিপে থাকতে ডায়েট করেন, তাড়াতাড়ি ডিনার সেরে ফেলার কথা বলেছেন একাধিকবার। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর বিষয়টা আলাদা। এই সময় ডায়েট ভুলে প্রাণ ভরে খাওয়াদাওয়া করবেন রচনা।
advertisement
advertisement
অভিনেত্রী-সাংসদ এদিন বলেন, আমরা বাঙালি, পুজোর সময় শাড়ি পরব। শাড়িটাই সবথেকে ভাল মানায়। যেহেতু কালার থেরাপি করেন তাই বার অনুযায়ী রঙ হবে। বেশ কিছু দিন আগে রচনা হেয়ার স্টাইল বদল করেছেন। আগের লম্বা চুল ছোট করে লালচে আভা দিয়েছেন। পুজোয় লম্বা চুল না ছোট, সেই বিষয়ে হুগলির সাংসদ বলেন, এখন ছোট আছে আবার লম্বা হয়ে যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডায়েট ভুলে ভুরিভোজ, শাড়ি 'মাস্ট'! পুজোয় কী কী 'প্ল্যান'? শেয়ার করলেন রচনা
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement