পরীক্ষা দিয়ে ফেরার পথে আদিবাসী ছাত্রীকে যৌন হেনস্থা, যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা

Last Updated:

পাত্রসায়ের ও আশপাশের ব্লক থেকে বহু আদিবাসী মানুষ  অস্ত্র হাতে মিছিল করে থানার সামনে জমায়েত করেন। পুলিশ থানার গেট বন্ধ করে মিছিল আটকানোর চেষ্টা করে।

News18
News18
পাত্রসায়ের, বাঁকুড়া: উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে আদিবাসী ছাত্রীকে যৌন হেনস্থা। ঘটনায় অভিযুক্ত যুবকের কঠোরতম শাস্তির দাবিতে পাত্রসায়ের থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
১৬ সেপ্টেম্বর বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায় আদিবাসী এক ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে এক যুবকের হেনস্থার শিকার হয়। সাইকেল থামিয়ে যুবক ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ঘটনার সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সেখ সেলিম নামের অভিযুক্ত যুবককে ধরে ফেলে। তাকে গ্রামেই বেঁধে রাখা হয়। পরে ওই যুবককে পাত্রসায়ের থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এই ঘটনার পর আজ অভিযুক্ত যুবকের কঠোর শাস্তি এবং এলাকার আদিবাসী ছাত্রীদের স্কুল যাতায়াতের পথে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে পাত্রসায়ের থানা ঘেরাওয়ের ডাক দেয় আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল।
advertisement
পাত্রসায়ের ও আশপাশের ব্লক থেকে বহু আদিবাসী মানুষ  অস্ত্র হাতে মিছিল করে থানার সামনে জমায়েত করেন। পুলিশ থানার গেট বন্ধ করে মিছিল আটকানোর চেষ্টা করে। এরপর আদিবাসীরা জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ আধিকারিকেরা দাবিপূরণের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরীক্ষা দিয়ে ফেরার পথে আদিবাসী ছাত্রীকে যৌন হেনস্থা, যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement