Tribal Festival: মূল উপকরণ শালফুল, রাঙা বসন্তে মহাসমারোহে উদযাপিত বাহা পরবে প্রকৃতিপুজো

Last Updated:

Tribal Festival:  নদিয়ার মানুষরা বর্তমানে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখলেও তারা শাল ফুল শুধু নয়, অন্যান্য ফুলের ব্যবহার ও করে থাকে

+
নদিয়ায়

নদিয়ায় উদযাপন হল ফাগুয়া পরব

মৈনাক দেবনাথ, নদিয়া: উদযাপিত হচ্ছে ফাগুয়া বা সরহুল বা বাহা পরব। প্রকৃতির পূজারী অর্থাৎ আদিবাসী সম্প্রদায় মানুষজন এই পরবের আয়োজন করে থাকেন। প্রকৃতির সন্তানরা গাছের তলায় অথবা জাহের থানে পুজো নিবেদন করেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আছেন তারা নানা নামে এই উৎসব উদযাপন করছেন। যেমন সাঁওতাল সম্প্রদায়ের মানুষ বাহা উৎসব পালন করেন। সাঁওতালি ভাষায় বাহা অর্থাৎ ফুল। পুরুলিয়ায় এই উৎসবকে সাহরুল বলা হয়। সাহরুল অর্থাৎ শাল গাছের ফুল। নদিয়ার মানুষরা বর্তমানে এই ঐতিহ্যকে টিকিয়ে রাখলেও তারা শাল ফুল শুধু নয়, অন্যান্য ফুলের ব্যবহার ও করে থাকে।
এই পরব মূলত শাল গাছের ফুলকে কেন্দ্র করেই হয়। তবে বর্তমানে নদিয়াতে শাল ফুল সেভাবে না পাওয়াতে সবরকম ফুল তারা ব্যবহার করে। মূলত জাহের থানে মহিলারা প্রবেশ করে না। নদিয়াতে এ দৃশ্য অন্যরকম মহিলা পুরুষ উভয়ই প্রকৃতির পূজা করে থাকেন। পুজো শেষে যে ফুল থানে উৎসর্গ করা হয়েছিল সেগুলো একে অপরের মাথায় লাগিয়ে দেয়।
advertisement
আরও পড়ুন : ১ মাস ধরে বিরিয়ানি, তন্দুরি, ডাল, ফল বিতরণ অগণিতদের মাঝে, বিশদে জানুন কোথায়
বাহা পরবে রং বা আবিরের ব্যবহার নিষিদ্ধ।শুধুমাত্র জল ছেটানোর ছাড়পত্র আছে।তবে সেক্ষেত্রেও সম্পর্ক মেনে চলতে হয়। তবে ফাগুয়া ও সারহুল পরবে গাছের গায়ে আবির লাগানো হয়। এভাবেই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা আদি কাল থেকে চলে আসছে যুগ যুগ ধরে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tribal Festival: মূল উপকরণ শালফুল, রাঙা বসন্তে মহাসমারোহে উদযাপিত বাহা পরবে প্রকৃতিপুজো
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement