Travel Story: তিন শিক্ষিকার কাণ্ড শুনলে আপনিও অবাক হবেন
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Travel Story: শিক্ষিকা সুতপা দাস বলেন, আমরা শিক্ষিকা। যখনই ছুটি পাই সুস্থ সমাজ গড়ার সচেতনতামূলক বার্তা নিয়ে ভ্রমনে বের হই। এবার সেভ ওয়াটার, সেভ লাইফ এবং সেভ আর্থ বার্তা নিয়ে ভ্রমণে বেরিয়েছি
পূর্ব বর্ধমান: এই তিন শিক্ষিকার কাণ্ড দেখলে আপনিও অবাক হবেন! সুতপা দাস, তপতী দেবনাথ এবং রুমা বর্ধনের এই উদ্যোগে অবাক সকলেই। পেশায় শিক্ষিকা এই তিন মহিলা ছুটি পেলেই বেড়িয়ে পড়েন ঘুরতে। তবে শুধুই যে ঘুরতে যান তা কিন্তু নয়। ঘোরার পাশাপাশি সকলকে দেন সচেতনতামূলক বার্তা। মূলত স্বচ্ছ, সুস্থ, স্বাভাবিক পৃথিবী গড়ে তোলার উদ্দ্যেশ্য নিয়ে এহেন কাজ করে চলেছেন এই তিন শিক্ষিকা। সেরকমই বুধবার আবারও ভ্রমণে বেরোলেন এই তিন শিক্ষিকা।
এই প্রসঙ্গে শিক্ষিকা সুতপা দাস বলেন, আমরা শিক্ষিকা। যখনই ছুটি পাই সুস্থ সমাজ গড়ার সচেতনতামূলক বার্তা নিয়ে ভ্রমনে বের হই। এবার সেভ ওয়াটার, সেভ লাইফ এবং সেভ আর্থ বার্তা নিয়ে ভ্রমণে বেরিয়েছি। প্রথমে আমরা ভুটান যাব। ওখানে তিন দিন থাকব এবং কিছু সচেতনতামূলক শিবির করে আবার দেশে ফিরে আসব। মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড হয়ে আমরা আবার ফিরে আসব।
advertisement
advertisement
জানা গিয়েছে এটাই প্রথম নয়। এর আগেও একাধিক জায়গায় ভ্রমণ করেছেন এই তিনজন। বিভিন্ন জায়গায় প্রদান করেছেন বিভিন্ন ধরনের বার্তা। জন সাধারণকে সচেতন করার জন্য অনেক সচেতনতামূলক শিবিরও করেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেভ গার্ল চাইল্ডের বার্তা নিয়েও ভ্রমণ করেছেন তাঁরা। সেরকমই আবারও নতুন বার্তা প্রদানের লক্ষ্যে এদিন বুধবার ভ্রমণের জন্য রওনা দিলেন এই তিনজন।
advertisement
এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাকে দ্রুত ঠেকাতে না পারলে এই মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে। তাই এবার এমন একটি বিষয় নির্বাচন করে তাঁরা ভ্রমণে বের হয়েছেন।এবারের এই ভ্রমণ সম্পন্ন হতে এই তিন শিক্ষিকার সময় লাগতে পারে ২০ থেকে ২৫ দিন। তাদের কথায়, সব নিয়ে এই ভ্রমণে প্রায় চার থেকে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আগামী দিনেও তাঁরা এইভাবে ভ্রমণে বের হবেন বলে জানান।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 9:12 PM IST