SBSTC Bus Strike: মিলছে না সরকারি বাস, পুজোর মুখে ভোগান্তি চরমে!কর্মবিরতি তুলতে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

Last Updated:

গত ২০ সেপ্টেম্বর থেকে কলকাতা সহ জেলায় জেলায় মুখ থুবড়ে পড়েছে এসবিএসটিসি-র বাস পরিষেবা৷

প্রায় বন্ধ এসবিএসটিসি-র বাস৷
প্রায় বন্ধ এসবিএসটিসি-র বাস৷
#প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: এক সপ্তাহ হতে চলল৷ এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা৷ শাসক দল সমর্থিত আইএনটিটিইউসি-র কর্মীদের এই আন্দোলনে রীতিমতো নাজেহাল নিত্যযাত্রীরা৷ কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দিঘা, বর্ধমান, সিউড়ি, আসানসোল, দুর্গাপুরের মতো এসবিএসটিসি-র প্রতিটি ডিপো থেকেই দূরপাল্লার বাস চলাচল কার্যত বন্ধ৷ যার জেরে পুজোর মুখে চরম দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের৷
স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে গত প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা৷ পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আর্জি জানালেও তাতে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা৷ শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্যরাই কর্মবিরতিতে অংশ নেওয়ায় এই বিক্ষোভ তৃণমূলের কাছেও অস্বস্তিতর কারণ হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
advertisement
এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের দাবি মেনে নিয়ে মাসে ২৬ দিন তাঁদের কাজ নিশ্চিত করা হবে বলে ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ ছুটি সংক্রান্ত দাবি সহ বাদবাকি দাবিগুলি নিয়ে পুজোর পর কর্মীদের আলোচনার আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী৷ একই সঙ্গে ফের একবার অস্থায়ী কর্মীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷
advertisement
কলকাতা হোক অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগের জন্য এসবিএসটিসি-র বাসের উপরে নির্ভর করেন বহু যাত্রী৷ পুজোর মুখে বহু মানুষই বাড়ি ফেরার জন্য বহু মানুষই বাসের আগাম টিকিটও কেটে রেখেছিলেন৷ অফিস সহ সহ অন্যান্য প্রয়োজনে কলকাতায় আসার জন্যও বর্ধমান, দুর্গাপুরের মতো জেলার শহরগুলির বাসিন্দারা এসবিএসটিসি-র বাসের উপরেই নির্ভরশীল৷ প্রায় প্রতিদিনই বাস ডিপোয় এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাচ্ছেন না তাঁরা৷ প্রতিটি ডিপোতেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সরকারি বাস৷
advertisement
গত কয়েক বছরে স্থায়ী কর্মী নিয়োগের বদলে অস্থায়ী কর্মী নিয়োগই বেশি হয়েছে এসবিএসটিসি সহ সরকারি নিগমগুলিকে৷ ফলে নিত্যদিনের পরিষেবার জন্য এই অস্থায়ী কর্মীদের উপরেই নির্ভর করে এসবিএসটিসি৷ তাঁরা কর্মবিরতি পালন করায় বাস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে৷ যে সংখ্যক স্থায়ী ড্রাইভার, কন্ডাক্টর রয়েছেন, তাঁদের দিয়ে সব বাস চালানো সম্ভব হচ্ছে না নিগমের পক্ষে৷
advertisement
এই পরিস্থিতিতে গত কয়েক দিন ধরেই আন্দোলনকারীদের কাজে যোগ দিয়ে আলোচনায় বসার জন্য আবেদন জানিয়ে আসছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা৷ শাসক দলের শ্রমিক সংগঠনের মদতেই কীভাবে যাত্রীদের ভোগান্তির মুখে ফেলে এমন আন্দোলন দিনের পর দিন চলছে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পরিবহণমন্ত্রী বলেন, 'যাত্রীদের এ ভাবে হয়রানির মুখে ফেলা কোনও পরিবহণ কর্মীর দায়িত্ব হতে পারে না৷' পুজোর মুখে বাস পরিষেবা স্বাভাবিক করাই এখন পরিবহণ দফতরের কাছে বড় চ্যালেঞ্জ৷
advertisement
সহ প্রতিবেদন- অর্পণ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SBSTC Bus Strike: মিলছে না সরকারি বাস, পুজোর মুখে ভোগান্তি চরমে!কর্মবিরতি তুলতে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement