SBSTC Bus Strike: মিলছে না সরকারি বাস, পুজোর মুখে ভোগান্তি চরমে!কর্মবিরতি তুলতে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর

Last Updated:

গত ২০ সেপ্টেম্বর থেকে কলকাতা সহ জেলায় জেলায় মুখ থুবড়ে পড়েছে এসবিএসটিসি-র বাস পরিষেবা৷

প্রায় বন্ধ এসবিএসটিসি-র বাস৷
প্রায় বন্ধ এসবিএসটিসি-র বাস৷
#প্রিয়ব্রত গোস্বামী, বাঁকুড়া: এক সপ্তাহ হতে চলল৷ এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা৷ শাসক দল সমর্থিত আইএনটিটিইউসি-র কর্মীদের এই আন্দোলনে রীতিমতো নাজেহাল নিত্যযাত্রীরা৷ কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দিঘা, বর্ধমান, সিউড়ি, আসানসোল, দুর্গাপুরের মতো এসবিএসটিসি-র প্রতিটি ডিপো থেকেই দূরপাল্লার বাস চলাচল কার্যত বন্ধ৷ যার জেরে পুজোর মুখে চরম দুর্ভোগে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের৷
স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে গত প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ এবং কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা৷ পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আন্দোলনকারীদের কাজে যোগ দেওয়ার আর্জি জানালেও তাতে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা৷ শাসক দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্যরাই কর্মবিরতিতে অংশ নেওয়ায় এই বিক্ষোভ তৃণমূলের কাছেও অস্বস্তিতর কারণ হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
advertisement
এই পরিস্থিতিতে অস্থায়ী কর্মীদের দাবি মেনে নিয়ে মাসে ২৬ দিন তাঁদের কাজ নিশ্চিত করা হবে বলে ঘোষণা করেছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ ছুটি সংক্রান্ত দাবি সহ বাদবাকি দাবিগুলি নিয়ে পুজোর পর কর্মীদের আলোচনার আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী৷ একই সঙ্গে ফের একবার অস্থায়ী কর্মীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি৷
advertisement
কলকাতা হোক অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগের জন্য এসবিএসটিসি-র বাসের উপরে নির্ভর করেন বহু যাত্রী৷ পুজোর মুখে বহু মানুষই বাড়ি ফেরার জন্য বহু মানুষই বাসের আগাম টিকিটও কেটে রেখেছিলেন৷ অফিস সহ সহ অন্যান্য প্রয়োজনে কলকাতায় আসার জন্যও বর্ধমান, দুর্গাপুরের মতো জেলার শহরগুলির বাসিন্দারা এসবিএসটিসি-র বাসের উপরেই নির্ভরশীল৷ প্রায় প্রতিদিনই বাস ডিপোয় এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাচ্ছেন না তাঁরা৷ প্রতিটি ডিপোতেই সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে সরকারি বাস৷
advertisement
গত কয়েক বছরে স্থায়ী কর্মী নিয়োগের বদলে অস্থায়ী কর্মী নিয়োগই বেশি হয়েছে এসবিএসটিসি সহ সরকারি নিগমগুলিকে৷ ফলে নিত্যদিনের পরিষেবার জন্য এই অস্থায়ী কর্মীদের উপরেই নির্ভর করে এসবিএসটিসি৷ তাঁরা কর্মবিরতি পালন করায় বাস পরিষেবা মুখ থুবড়ে পড়েছে৷ যে সংখ্যক স্থায়ী ড্রাইভার, কন্ডাক্টর রয়েছেন, তাঁদের দিয়ে সব বাস চালানো সম্ভব হচ্ছে না নিগমের পক্ষে৷
advertisement
এই পরিস্থিতিতে গত কয়েক দিন ধরেই আন্দোলনকারীদের কাজে যোগ দিয়ে আলোচনায় বসার জন্য আবেদন জানিয়ে আসছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আন্দোলনকারীরা৷ শাসক দলের শ্রমিক সংগঠনের মদতেই কীভাবে যাত্রীদের ভোগান্তির মুখে ফেলে এমন আন্দোলন দিনের পর দিন চলছে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ পরিবহণমন্ত্রী বলেন, 'যাত্রীদের এ ভাবে হয়রানির মুখে ফেলা কোনও পরিবহণ কর্মীর দায়িত্ব হতে পারে না৷' পুজোর মুখে বাস পরিষেবা স্বাভাবিক করাই এখন পরিবহণ দফতরের কাছে বড় চ্যালেঞ্জ৷
advertisement
সহ প্রতিবেদন- অর্পণ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SBSTC Bus Strike: মিলছে না সরকারি বাস, পুজোর মুখে ভোগান্তি চরমে!কর্মবিরতি তুলতে বড় ঘোষণা পরিবহণমন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement