Nadia News: রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সৃজা
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ইন্ডিয়া থেকে প্রথম হয়েছেন কল্যাণীর সৃজা
কল্যাণী: রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সৃজা।রূপান্তরকামীরাও আজ সমাজে পিছিয়ে নেই। যদি একটা বছর পিছনের কথা একটু মনে করি তাহলে হয়তো সবারই মনে আছে শরণ্যার কথা। তার পুরো নাম শরণ্যা ঘোষ। হয়তো চিনতে পেরেছেন কেউ কেউ। সে গত বছর উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করেছিল। কিন্তু তার এই সাফল্যের পেছনেও রয়েছে অনেক বাধা-বিপত্তি। শুধু সে নয় আমরা যদি একটু খোঁজ নিই তাহলে দেখব অনেক রূপান্তরকামীরাই আজ জীবনের দৌড়ে সফল।
আরও পড়ুন: দেড় ইঞ্চির রামমন্দির বানিয়ে চমক
সেরকমই একজন নদিয়ার কল্যাণীর ৩ নং ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা সৃজা । সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ভারত থেকে প্রথম হয়েছেন। আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আসল নাম রঞ্জন। রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপিড়তার প্রভাব। বহুবার সমাজের ব্যঙ্গ চক্ষুর প্রভাবে পরিবার সহ সবার মানহানী হয়েছে। তবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায়।
advertisement
advertisement
আরও পড়ুন: সন্তান স্কুলে এলেই এসএমএস যাবে অভিভাবকের ফোনে! সরকারি স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্সের কামাল
তবে সৃজা জানাচ্ছেন তার মত সমাজে যারা রুপান্তরকামীরা রয়েছেন তারা যেন হেরে না যান। লড়াই করে সমাজে নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হয়ে দেখানোটাই আসল লক্ষ হওয়া উচিৎ । তবে সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও। তারা জানাচ্ছেন, প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও ,বর্তমানে তার সাফল্যে এলাকার সমস্ত মানুষই যথেষ্ট খুশি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পরিবারের লোক চায় সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2024 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সৃজা