Nadia News: রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সৃজা

Last Updated:

রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ইন্ডিয়া থেকে প্রথম হয়েছেন কল্যাণীর সৃজা

+
র‍্যাম্পওয়াকে

র‍্যাম্পওয়াকে কল্যাণীর সৃজা

কল্যাণী: রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সৃজা।রূপান্তরকামীরাও আজ সমাজে পিছিয়ে নেই। যদি একটা বছর পিছনের কথা একটু মনে করি তাহলে হয়তো সবারই মনে আছে শরণ্যার কথা। তার পুরো নাম শরণ্যা ঘোষ। হয়তো চিনতে পেরেছেন কেউ কেউ। সে গত বছর উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করেছিল। কিন্তু তার এই সাফল্যের পেছনেও রয়েছে অনেক বাধা-বিপত্তি। শুধু সে নয় আমরা যদি একটু খোঁজ নিই তাহলে দেখব অনেক রূপান্তরকামীরাই আজ জীবনের দৌড়ে সফল।
সেরকমই একজন নদিয়ার কল্যাণীর ৩ নং ওয়ার্ডের কাঁঠালতলার বাসিন্দা সৃজা । সে রূপান্তরকামী হয়েও ইন্টারন্যাশনাল ফ্যাশন শোতে অংশগ্রহণ করে ভারত থেকে প্রথম হয়েছেন। আজ তাকে সবাই সৃজা বলে চিনলেও তার আসল নাম রঞ্জন। রঞ্জন ওরফে সৃজার জীবনেও নেমে এসেছিল সামাজিক নিপিড়তার প্রভাব। বহুবার সমাজের ব্যঙ্গ চক্ষুর প্রভাবে পরিবার সহ সবার মানহানী হয়েছে। তবে সকল প্রতিকূলতাকে পেছনে ফেলে আজ সাফল্যের মুকুট সৃজার মাথায়।
advertisement
advertisement
তবে সৃজা জানাচ্ছেন তার মত সমাজে যারা রুপান্তরকামীরা রয়েছেন তারা যেন হেরে না যান। লড়াই করে সমাজে নিজেকে নিজের পরিচয়ে প্রতিষ্ঠিত হয়ে দেখানোটাই আসল লক্ষ হওয়া উচিৎ । তবে সৃজার সাফল্যে খুশি তার পরিবারের লোকজনও। তারা জানাচ্ছেন, প্রথমে কেউ সৃজার এই কাজকর্ম ভালো চোখে না নিলেও ,বর্তমানে তার সাফল্যে এলাকার সমস্ত মানুষই যথেষ্ট খুশি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পরিবারের লোক চায় সৃজা আরও এগিয়ে যাক এবং দেশের নাম উজ্জ্বল করুক।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: রূপান্তরকামী হয়েও গ্ল্যামার দুনিয়ায় ভারতের নাম উজ্জ্বল করল কল্যাণীর সৃজা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement