Train Service Stopped: ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ! পরিষেবাহীন আরও দু'দিন! চরম দুর্ভোগে রাজ্যের এই শাখার নিত্যযাত্রীরা
- Published by:Sanjukta Sarkar
- local18
Last Updated:
Train Service Stopped: হাসনাবাদ বারাসাত শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ। দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, বিপাকে হকাররা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ এবং ২দিন ট্রেন বন্ধ থাকবে।
বসিরহাট: হাসনাবাদ বারাসাত শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ। দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, বিপাকে হকাররা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ এবং ২দিন ট্রেন বন্ধ থাকবে।
যাত্রীদের দুর্ভোগের জন্য সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত চালানোর ঘোষণা করা হয়েছে এমনকি ডব্লিউএসটিসি বাস কোথা থেকে কখন ছাড়বে তার তালিকা প্রকাশ করেছে রাজ্য পরিবহন দফতর।
advertisement
advertisement
নির্দিষ্ট সময় হাসনাবাদ এবং বসিরহাট প্রান্তিক জায়গা থেকে সরকারি বাসের তালিকা ও সময় দিয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরও ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই যাত্রীদের। বারাসাত ও কলকাতায় অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে সকাল সকাল সরকারি ও বেসরকারি বাসে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।

advertisement
প্রচন্ড দাবদাহের মধ্যে সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থার উপরে আস্থা রাখলেও গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগছে। নির্দিষ্ট সময় অফিসে পৌঁছনো মুশকিল হয়ে পড়বে বলে জানাচ্ছেন অফিস যাত্রীরা।
পাশাপাশি যেসব যাত্রীরা প্রতিদিন কলকাতায় কাজের জন্য যান তারাও বিপাকে পড়েছেন। পাশাপাশি ট্রেন হকারি করে যাদের জীবিকা চলে প্রত্যেকদিন তারাও দুর্ভোগে পড়েছেন ট্রেন বন্ধ হওয়ার ফলে। আচমকা বন্ধ হয়ে গিয়েছে আয়ের পথ।
advertisement
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 4:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Service Stopped: ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ! পরিষেবাহীন আরও দু'দিন! চরম দুর্ভোগে রাজ্যের এই শাখার নিত্যযাত্রীরা