Train Service Stopped: ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ! পরিষেবাহীন আরও দু'দিন! চরম দুর্ভোগে রাজ্যের এই শাখার নিত্য‌যাত্রীরা

Last Updated:

Train Service Stopped: হাসনাবাদ বারাসাত শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ। দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, বিপাকে হকাররা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ এবং ২দিন ট্রেন বন্ধ থাকবে।

তুমুল নাকাল নিত্যযাত্রীরা
Representative Image
তুমুল নাকাল নিত্যযাত্রীরা Representative Image
বসিরহাট: হাসনাবাদ বারাসাত শাখায় ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ। দুর্ভোগের শিকার রেল যাত্রীরা, বিপাকে হকাররা। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত হাসনাবাদ ডাউন ও আপ লাইনে কাজের জন্য আজ এবং ২দিন ট্রেন বন্ধ থাকবে।
যাত্রীদের দুর্ভোগের জন্য সরকারি ও বেসরকারি বাস পর্যাপ্ত চালানোর ঘোষণা করা হয়েছে এমনকি ডব্লিউএসটিসি বাস কোথা থেকে কখন ছাড়বে তার তালিকা প্রকাশ করেছে রাজ্য পরিবহন দফতর।
advertisement
advertisement
নির্দিষ্ট সময় হাসনাবাদ এবং বসিরহাট প্রান্তিক জায়গা থেকে সরকারি বাসের তালিকা ও সময় দিয়ে নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারপরও ট্রেন বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই যাত্রীদের। বারাসাত ও কলকাতায় অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে সকাল সকাল সরকারি ও বেসরকারি বাসে ভিড় জমাচ্ছেন যাত্রীরা।
advertisement
প্রচন্ড দাবদাহের মধ্যে সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থার উপরে আস্থা রাখলেও গন্তব্যে পৌঁছতে সময় বেশি লাগছে। নির্দিষ্ট সময় অফিসে পৌঁছনো মুশকিল হয়ে পড়বে বলে জানাচ্ছেন অফিস যাত্রীরা।
পাশাপাশি যেসব যাত্রীরা প্রতিদিন কলকাতায় কাজের জন্য যান তারাও বিপাকে পড়েছেন। পাশাপাশি ট্রেন হকারি করে যাদের জীবিকা চলে প্রত্যেকদিন তারাও দুর্ভোগে পড়েছেন ট্রেন বন্ধ হওয়ার ফলে। আচমকা বন্ধ হয়ে গিয়েছে আয়ের পথ।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Service Stopped: ৪৭ ঘণ্টা ট্রেন বন্ধ! পরিষেবাহীন আরও দু'দিন! চরম দুর্ভোগে রাজ্যের এই শাখার নিত্য‌যাত্রীরা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement