Hooghly News: শ্রী রামকৃষ্ণের জন্মভূমিতে আজও চালু হল না ট্রেন, ঝোপঝাড়ে ভরেছে কামারপুকুর স্টেশন

Last Updated:

শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের নাম অনুসারে তৈরি হয় কামারপুকুর রেল স্টেশন। কিন্তু এখনও এই স্টেশনে এসে পৌঁছাল না ট্রেন।

+
কামারপুর

কামারপুর স্টেশন

কামারপুকুর: বিশ্ব তথা ভারতবর্ষের মানুষের কাছে অন্যতম এক পবিত্র স্থান হল ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর। এলাকার মানুষের কথা ভেবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের নাম অনুসারে তৈরি হয় কামারপুকুর রেল স্টেশন। কিন্তু এখনও এই স্টেশনে এসে পৌঁছাল না ট্রেন। আক্ষেপ এলাকার মানুষের।পাশাপাশি সারা হুগলি জেলার মানুষের স্বপ্ন ছিল হাওড়া থেকে তারকেশ্বর হয়ে আরামবাগ এবং আরামবাগ থেকে কামারপুকুর রেল স্টেশন হয়ে বিষ্ণুপুর যাবে ট্রেন। কিন্তু গোঘাট পর্যন্ত রেল চলাচল করলেও ঠাকুরের জন্মস্থান কামারপুকুরে এখনও ট্রেনেরচাকা স্পর্শ করল না।
জানা গিয়েছে, গোঘাটের একটি প্রত্যন্ত গ্রাম হলো ভাবাদিঘি। দীঘির নামে গ্রামের নাম। স্বাভাবিকভাবে ভাবাদীঘি নিয়ে ব্যাপকভাবে আবেগ জড়িত আছে গ্রামের মানুষের। দীঘির উপর দিয়ে রেল লাইন তৈরি নিয়ে গ্রামের মানুষের আপত্তিতে বন্ধ হয়ে পড়ে রয়েছে রেলপথ তৈরির কাজ। এখনো কাটেনি ভাবাদিঘি থেকে রেল জট। ক্ষোভে ফুঁসছেন ভাবাদিঘির মানুষজন।রেল জট কাটাতে প্রশাসন থেকে শুরু করে শাসক দলের নেতারা বারে বারে ভাবাদিঘির মানুষের সঙ্গে আলোচনা করেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গ্রামের মানুষের একটাই দাবি দীঘি বাঁচিয়ে রেলপথ হোক। দীঘির মাঝখান দিয়ে রেললাইন করা যাবে না। শুরু হয় ভাবাদিঘিকে কেন্দ্র করে আন্দোলন। আর এই আন্দোলনে জেরে বিষ্ণুপুর পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে পড়ে রয়েছে।
advertisement
advertisement
এই কারনেই কামারপুকুর রেল স্টেশন তৈরি হয় পড়ে রয়েছে। রেল আসার অপেক্ষায় যেন প্রহর গুনছে এলাকার মানুষ। স্থানীয়রা জানান, “প্রত্যেকদিনই যেন স্বপ্ন দেখি এই বুঝি কামারপুকুর স্টেশনে ট্রেন এলো। কিন্তু চোখ খুলে বাস্তবতা বুঝতে পারি। তবে আশা রয়েছে একদিন আমাদের এই কামারপুকুর স্টেশন দিয়ে বিষ্ণুপুরে ট্রেন চলাচল করবে।” সব মিলিয়ে ভাবাদিঘি জটে আটকে পড়ে রয়েছে কামারপুকুর রেল স্টেশন। কবে এই স্টেশনে কোলাহল দেখা যাবে, কবে চলবে রেল, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ।
advertisement
Suvojit Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: শ্রী রামকৃষ্ণের জন্মভূমিতে আজও চালু হল না ট্রেন, ঝোপঝাড়ে ভরেছে কামারপুকুর স্টেশন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement