কী বিপত্তি! বজবজ-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি, এক ঘণ্টারও বেশি দেরিতে চলছে একাধিক লোকাল ট্রেন
- Published by:Rachana Majumder
- local18
Last Updated:
শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ লাইনে ব্যাহত হয় পরিষেবা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পরে রেল কর্তৃপক্ষের তরফে নুঙ্গি স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা গিয়েছে।
সমীর মণ্ডল, বজবজ: ফের অফিস-টাইমে ভোগান্তি। বজবজ-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি। আর তার জেরেই প্রায় সব ট্রেন এক ঘণ্টা দেরিতে চলছে। বুধবার সকালে গাড়িটির ৬ নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে যায়। ফলে মুহূর্তেই পুরো ট্রেনটিই দাঁড়িয়ে যায়। তারপরেই শুরু হয় ভোগান্তি।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বজবজ স্টেশনের কাছে মালগাড়ির ওয়াগন ভেঙে লাইনচ্যুত হয়ে যায়। তারপরেই পরপর দাঁড়িয়ে পড়ে লোকাল ট্রেন। শিয়ালদহ দক্ষিণ শাখায় বজবজ লাইনে ব্যাহত হয় পরিষেবা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। কিছুক্ষণ পরে রেল কর্তৃপক্ষের তরফে নুঙ্গি স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা গিয়েছে। যে ট্রেনটি তেল নিয়ে আসছিল তার যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটিকে কেটে বাকি ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসেন রেলের আধিকারিকরা। উদ্ধারকারী দল এসে ক্রেন দিয়ে লাইনচ্যুত বগিটিকে তোলার চেষ্টা করে।
advertisement
advertisement
আরও পড়ুন:আগরতলায় তৃণমূলের রাজ্য দফতর তছনছ, অভিযুক্ত বিজেপি! বুধবারই ত্রিপুরায় তৃণমূলের প্রতিনিধি দল
তবে ব্যস্ত সময়ে এই দুর্ঘটটনার জেরে অফিসযাত্রীরা প্রবল সমস্যায় পড়েন। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়েও অনকে ট্রেন পাননি। যেই ট্রেনে উঠেছেন তাতে একে তো ভিড়, তার উপর ট্রেন গন্তব্যে পৌঁছয় নির্ধারিত সময়ের বহুক্ষণ পর। কাউকে প্রবল ভাড়া দিয়ে সড়কপথেও যেতে হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Budge Budge,South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 08, 2025 1:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কী বিপত্তি! বজবজ-শিয়ালদহ শাখায় লাইনচ্যুত মালগাড়ি, এক ঘণ্টারও বেশি দেরিতে চলছে একাধিক লোকাল ট্রেন