Tripura Tention: তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, ' রাজ্যে না পেরে ত্রিপুরায় হিংসা', তোপ অভিষেকের

Last Updated:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের অভিযোগ, '' বাংলায় ভোটের মাঠে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে না পেরে, বিজেপি তাদের ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে সহিংসতা উস্কে দিচ্ছে

* জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর নিয়ে বলছেন বিজেপির রাজ্য সভাপতি 
* জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া, ত্রিপুরায় তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর নিয়ে বলছেন বিজেপির রাজ্য সভাপতি 
ত্রিপুরা: ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তরজা। ‘লাগাতার তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে’, ত্রিপুরায় হামলা নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা পুলিশের সামনেই হামলার অভিযোগ । রাজ্যে না পেরে ত্রিপুরায় হিংসা বলে তোপ অভিষেকের। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, ভয় দেখানো, হিংসা এবং প্রতিহিংসা কখনওই চুপ করতে পারবে না। গণতন্ত্র, আইন এবং জনগণের রায় সর্বদা বিজেপির নৃশংস রাজনীতির উপর জয়লাভ করবে।
এবার পাল্টা মুখ খুললেন ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, “ভারতীয় জনতা পার্টি বরাবরই সুস্থ গণতন্ত্রে বিশ্বাস করে। কিন্তু পশ্চিমবাংলার ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূলের বেপরোয়া রাজনৈতিক হিংসা সারা দেশের বিজেপি কার্যকর্তা-সহ সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে, অতিক্রম করেছে ধৈর্যের সীমা।”
ত্রিপুরার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য আরও বলেন, ” বিগত ১৫ বছরের তৃণমূল শাসনে পশ্চিমবাংলার জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে।  একটি বিশেষ ধর্মীয় শ্রেণীকে ক্রমাগত তোষণ ও তাঁদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক হিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করার ঘৃণ্য মানসিকতা সাধারণ মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না। সম্প্রতি বন্যায় বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ কাজে এগিয়ে  এলে তৃণমূল আশ্রিত দুর্বৃত্তদের দ্বারা প্রাণঘাতী আক্রমণের শিকার হয়েছেন আমার দলীয় সহকর্মী ও সাংসদ তথা জনজাতি নেতা খগেন মূর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  বিজেপি ত্রিপুরাতেও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। রাজনৈতিক হিংসা ত্যাগ করে মনুষের কল্যাণে কাজ করাই হোক রাজনীতি, নয়তো প্রতিবাদ এবং প্রতিরোধ হবেই।”
advertisement
advertisement
পাল্টা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের অভিযোগ, ” বাংলায় ভোটের মাঠে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে না পেরে, বিজেপি তাদের ক্ষমতায় থাকা রাজ্যগুলিতে সহিংসতা উস্কে দিচ্ছে। ত্রিপুরা পুলিশের নজরদারির মধ্যেই তাদের কর্মীরা আমাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাদের প্রতিশোধমূলক ও আইনহীন মানসিকতা প্রকাশ করেছে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আগেও ত্রিপুরায় আমার গাড়ির কনভয়ে হামলা হয়েছে।”
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Tention: তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, ' রাজ্যে না পেরে ত্রিপুরায় হিংসা', তোপ অভিষেকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement