#হাওড়া: দিনের ব্যস্ততম সময়েই ব্যাহত ট্রেন পরিষেবা ৷ ওভারহেডে তার ছিঁড়ে হাওড়া মেন লাইনে স্তব্ধ ট্রেন চলাচল ৷ লিলুয়া ও বেলুড় স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে পড়ায় আপ ও ডাউন দুই লাইনেই ট্রেন পরিষেবা এই মুহূর্তে বন্ধ ৷
আরও পড়ুন
আজ দেশ জুড়ে পরিবহন ধর্মঘট, প্রভাব পড়েছে জেলায়
অফিস টাইমে ট্রেন বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে নিত্যযাত্রীরা ৷ স্টেশনে স্টেশনে আটকে পড়েছেন বহু মানুষ ৷ লোকাল ট্রেনের সঙ্গে সঙ্গে আটকে পড়েছে দুরপাল্লার ট্রেনও ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবির করার চেষ্টা চালাচ্ছেন রেলকর্মীরা ৷ দু’ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ হাওড়া মেন শাখায় ট্রেন চলাচল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, Howrah Main, Howrah Main line, Train Service Disrupted, Train Service stopped