Train Cancellation: আজ খড়গপুর-টাটা শাখায় বাতিল ৫ জোড়া ট্রেন, যাত্রীদের চরম ভোগান্তির সম্ভাবনা, রইল বাতিলের তালিকা
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Train Cancellation: ভারী বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। খড়গপুর টাটা শাখায় একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেলের শাখা।
পশ্চিম মেদিনীপুর: নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার সক্রিয়তার কারণে প্রায় দুদিন ধরে টানা চলছে বৃষ্টি। আর এই বৃষ্টিতে জলমগ্ন বেশ কিছু এলাকা। হাওয়া অফিস সূত্রে খবর শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির প্রভাব থাকবে। বুধবার রাত থেকে এই বৃষ্টির পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এলাকায়।
স্বাভাবিকভাবে ভারী বৃষ্টির কারণে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। খড়গপুর টাটা শাখায় একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেলের শাখা। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে রেল একাধিক ট্রেন বাতিলের কথা জানিয়েছেন। বৃহস্পতিবার বেশ কয়েকটি আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে এই বাতিল বলে রেল সূত্রে খবর।
আরও পড়ুনঃ ‘চারিদিক অন্ধকার, সাইরেন বাজলে শেল্টারে ছুটছি’, ইজরায়েলে আটকে খড়দহের দিব্য! ফোনে বাবা-মাকে যা জানিয়েছে ভয়ঙ্কর
প্যাসেঞ্জার, মেমু এবং এক্সপ্রেস মিলিয়ে মোট পাঁচ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে খড়গপুর টাটা শাখায়। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ-পূর্ব রেল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খড়গপুর থেকে টাটা এবং টাটা থেকে খড়গপুর (68013-68014), খড়গপুর থেকে টাটা এবং টাটা থেকে খড়গপুর প্যাসেঞ্জার (58027-58028), টাটা থেকে খড়গপুর এবং খড়গপুর থেকে টাটা মেমু (68016-68123), টাটা থেকে খড়গপুর এবং খড়গপুর থেকে টাটা মেমু (68006-68015) এবং ঝাড়গাম ধানবাদ মেমু এক্সপ্রেস ((18019-18020) বাতিল করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঘুম থেকে ওঠার পরপরই স্নান করেন? ৯৯% মানুষই সাংঘাতিক ভুল করছেন দিনের পর দিন! পরিণাম জেনে আজই সাবধান হন
আপাতত ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার এই বাতিলের সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর। মূলত এই ট্রেনগুলি খড়গপুর এবং ঝাড়গ্রাম থেকে টাটার উদ্দেশ্যে যেত। সারাদিনই চলত এই মেমু আপ এবং ডাউন ট্রেন। বৃহস্পতিবার সকালে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত জানায় রেল কর্তৃপক্ষ। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। ভারী বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত। তবে পরবর্তীতে বৃষ্টি কমলে এই সিদ্ধান্তে বদল হতে পারে বলে জানা গিয়েছে। রেলেরও যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সচেষ্টা রয়েছে রেল কর্তৃপক্ষ।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 4:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Cancellation: আজ খড়গপুর-টাটা শাখায় বাতিল ৫ জোড়া ট্রেন, যাত্রীদের চরম ভোগান্তির সম্ভাবনা, রইল বাতিলের তালিকা