Murshidabad News : নিজের ট্রাক্টর নিয়ে দুর্ঘটনা, পরিবারে নেমে এল ঘন অন্ধকার! মুর্শিদাবাদে প্রাণ গেল কৃষকের

Last Updated:

Murshidabad News : ট্রাক্টর চালাতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিজের ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। প্রাণ হারালেন কৃষক।

ট্রাক্টর উল্টে মৃত্যু কৃষকের
ট্রাক্টর উল্টে মৃত্যু কৃষকের
হরিহরপাড়া, কৌশিক অধিকারী: মঙ্গলবার সাত সকালে ট্রাক্টর চালাতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিজের ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। শোকস্তব্ধ হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রাম। জানা গিয়েছে, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রামে ট্রাক্টর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কৃষক চালক। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাসানুজ্জামান বিশ্বাস (ওরফে বাবু)। মঙ্গলবার সকালেই ঘটে যায় মর্মান্তিক ঘটনাটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই হাসানুজ্জামান মঙ্গলবার সকালে নিজের ট্রাক্টর নিয়ে মাঠে জমি চাষ করতে যান। চাষের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নয়ানজুলিতে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টর। ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক হাসানুজ্জামান বিশ্বাসের। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
advertisement
আরও পড়ুন : বাঁচার তাগিদে বাঘের সঙ্গে মরণপণ লড়াই, কিন্তু শেষ রক্ষা হল না! কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ গেল মৎস্যজীবীর
কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হঠাৎ ট্রাক্টর চালকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে লোচনমাটি গ্রামে। এই ঘটনার পর পুলিশ দেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, পরিবারের অন্যতম রোজগেরে পুরুষ ছিলেন হাসানুজ্জামান বিশ্বাস। তিনি জীবিকা নির্বাহের জন্য মাঠের জমিতে চাষ করতেন। নিজেই ট্রাক্টর চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু হঠাৎই এই দুর্ঘটনায় মুহূর্তেই যেন সব শেষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News : নিজের ট্রাক্টর নিয়ে দুর্ঘটনা, পরিবারে নেমে এল ঘন অন্ধকার! মুর্শিদাবাদে প্রাণ গেল কৃষকের
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা

  • কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement