Bankura News: গরমে বাঁকুড়া এসেই পর্যটকদের চিৎকার 'স্যাটিসফাইড, স্যাটিসফাইড'! কি এমন ঘটছে জেলায়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
বসন্তকাল, সামনেই বসন্ত উৎসব। সেই কারণে ঋতুর সাজে সেজেছে বাঁকুড়া জেলা। লাল রক্তিম পলাশ ফুল যেন রক্তকরবীর মত বাঁকুড়ার রানীর গলায় পরানো রয়েছে।
বাঁকুড়া: বাঁকুড়ার মুকুটমনিপুরে পলাশ ফুল দেখতে পেয়ে ‘হেভি স্যাটিসফাইড’ বলছেন কলকাতার পর্যটকেরা। বসন্তকাল, সামনেই বসন্ত উৎসব। সেই কারণে ঋতুর সাজে সেজেছে বাঁকুড়া জেলা। লাল রক্তিম পলাশ ফুল যেন রক্তকরবীর মত বাঁকুড়ার রানীর গলায় পরানো রয়েছে।
বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মুকুটমণিপুরের কংসাবতী জলাধার দেখতে সারা বছর পর্যটক আসেন রাজ্যের বিভিন্ন কোনা থেকে। তবে বসন্তকালে শুধু জলাধার দেখতে নয়, পলাশ ফুল দেখতেও আসেন পর্যটকরা। শীতকালে সরষের ক্ষেত দেখলে পর্যটকেরা যেমন গাড়ি থামান, একটু ছবি তোলেন তেমনই পলাশ ফুল দেখলেও রোমান্টিক হয়ে যান পর্যটকেরা, আর তেমনই চিত্র ধরা পড়ল বাঁকুড়ায়। বাঁকুড়ার পলাশ দেখে হতবাক কলকাতার পর্যটক।
advertisement
advertisement
জল, জঙ্গল, টিলা পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাঁকুড়ার রাণী মুকুটমণিপুর। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরভর অসংখ্য পর্যটকের আনাগোনা রয়েছে এখানে। বিশেষ করে পর্যটন মরশুমে সেই সংখ্যা আরও বহু গুণ বেড়ে যায়। তবে শীত শেষের বসন্তকাল একটা সফট পর্যটন মরশুম। এই সময় পর্যটকের আনাগোনা কমে যায় কিছুটা। তবে আবহাওয়া ভাল থাকার কারণে কিছু সৌখিন পর্যটক আসেন মুকুটমণিপুরে। তারাই উপভোগ করেন এই লাল পলাশ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শুধু যে লাল পলাশ দেখবেন তাই নয়! বাঁকুড়ার মুকুটমনিপুরে এলে, পেয়ে যাবেন নীল জলে নৌকোবিহার করার আনন্দ। সঙ্গে ডিয়ার পার্ক, মুসাফিরানা ভিউ পয়েন্ট এবং দেবাদিদেব মহাদেবের দর্শন। এছাড়াও জঙ্গল বেষ্টিত রোমান্টিক রাস্তা তো আছেই। তাহলে আর দেরি কেন? এই বসন্তে চলে আসুন মুকুটমণিপুর।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 12, 2025 3:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: গরমে বাঁকুড়া এসেই পর্যটকদের চিৎকার 'স্যাটিসফাইড, স্যাটিসফাইড'! কি এমন ঘটছে জেলায়
