Cyclone Asani Warning at Digha-Mandarmani-Bakkhali: অশনির ভয়ে দিঘা- মন্দারমণির সৈকতে নিষেধাজ্ঞা, বকখালিতেও চলছে কড়াকড়ি

Last Updated:

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামলেই আইনি পদক্ষেপ করবে পুলিশ! মন্দারমনির সি বিচে মাইকিং করে পর্যটকদের এই সতর্ক বার্তা দিচ্ছে মান্দারমনি কোষ্টাল থানা!

মন্দারমণির সৈকতে পুলিশের প্রচার৷
মন্দারমণির সৈকতে পুলিশের প্রচার৷
#মন্দারমণি: অশনি শেষ পর্যন্ত আছড়ে পড়বে কি না, তা নিয়ে সংশয় রয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷ ইতিমধ্যেই দিঘা, মন্দারমণি এবং বকখালির সমুদ্র সৈকতে পর্যটকদের নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
তা সত্ত্বেও অতি উৎসাহী কোনও কোনও পর্যটক মন্দারমণির সমুদ্র সৈকতে নেমে পড়ার চেষ্টা করছেন৷ পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র বা সৈকতে নামলেই কড়া পদক্ষেপ করবে পুলিশ৷ মন্দারমণির সি বিচে মাইকিং করে পর্যটকদের এই সতর্ক বার্তা দিচ্ছে মন্দারমণি কোস্টাল থানা! এ দিন সকাল থেকেই পর্যটকদের সতর্ক করে মাইকে চলছে প্রচার৷
advertisement
advertisement
তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে নামলেই আইনি পদক্ষেপ করবে পুলিশ! মন্দারমনির সি বিচে মাইকিং করে পর্যটকদের এই সতর্ক বার্তা দিচ্ছে মান্দারমনি কোষ্টাল থানা! পুলিশের পক্ষ থেকে মান্দারমনির ফাঁকা সি বিচে চলছে লাগাতার মাইকিং! মাইকে পুলিশের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। পর্যটকদের সতর্ক করেই মাইক প্রচার চলছে।
advertisement
তবে অন্যান্য সময়ের তুলনায় মন্দারমণি অনেকটাই ফাঁকা৷ শুনশান সমুদ্র সৈকত৷ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকায় গত কয়েকদিনে পর্যটকের সংখ্যাও কমেছে মন্দারমণির হোটেলগুলিতে৷ তা সত্ত্বেও কোনও ফাঁক রাখতে নারাজ পুলিশ- প্রশাসন৷
একই ভাবে কড়া নজরদারি চলছে দিঘা এবং বকখালিতেও৷ দিঘা এবং বকখালির সমুদ্র সৈকতেও পর্যটকদের উপরে একই ভাবে নজরদারি চালানো হচ্ছে৷ বকখালিতে আগামী ১৩ মে পর্যন্ত পর্যটকদের সমুদ্র সৈকতে নামার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Asani Warning at Digha-Mandarmani-Bakkhali: অশনির ভয়ে দিঘা- মন্দারমণির সৈকতে নিষেধাজ্ঞা, বকখালিতেও চলছে কড়াকড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement