West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের এই জেলায়, ঘূর্ণিঝড়ের অবস্থান এখন কোথায় ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বজ্র-বিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় ৷ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক করা হয়েছে ৷
advertisement
অশনি-সংকেত। পশ্চিমবঙ্গে আছড়ে না পড়লেও উপকূলের জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের নাম অশনি। অশনির জেরে সোমবার সকাল থেকে মেঘলা আকাশ। কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া। সঙ্গে বৃষ্টি। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে এগোচ্ছে অশনি ৷ অভিমুখ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল ৷ Representative Image
advertisement
ঘূর্ণিঝড় রাজ্যে আছড়ে না পড়লেও থাকছে দুর্যোগের আশঙ্কা। অশনির জেরে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ৷ বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টি ৷ হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে ৷ বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলিতে ৷ Representative Image
advertisement