চড়া দাম, নতুন বছরে দিঘায় দেদার বিকোচ্ছে ইলিশ!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
একেবারে উত্তমকুমারের স্টাইলে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে’
Sujit Bhowmik
#দিঘা: একেবারে উত্তমকুমারের স্টাইলে দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে’ - এখানে অবশ্য কেউ মাছ ধরছেন না , জাস্ট ট্যাঁকের কড়ি খরচ করে বাজার থেকে পছন্দের ইলিশটি তুলে নিচ্ছেন ৷ এ যেন রথ দেখা, আর কলা বেচার সামিল। নতুন ইংরেজি বছরের প্রথম দিন দিঘায় এসেছিলেন আনন্দ উৎসবে যোগ দিতে। সামিল হয়েছিলেন দু দিন আগেই। পরে ঘরে ফেরার দিন হাতে সমুদ্রের ইলিশ নিতে চেয়ে রীতিমতো দৌড়ঝাঁপ দেখা গেলো পর্যটকদের মধ্যে। দিঘা ছাড়ার আগে মোহনার মাছ বাজারে গিয়ে হাতে ইলিশ তুলে নেওয়ার ছবি ধরা পড়ছে। *সবারই জানা আছে, সিজনটা ইলিশের নয়। জানেন এই ঠান্ডায় সমুদ্রে সেভাবে ইলিশ ধরা পড়ে না মৎস্যজীবীদের জালে। সবকিছু জানলেও মন যেহেতু মানতে নারাজ৷
advertisement
নতুন বছরের শুরুর দিন কিংবা পরদিন, দিঘা মোহনার মাছ বাজারে দেখা গেলো ইলিশ কেনার হিড়িক।* হিড়িক বলে হিড়িক, একেবারে চড়া দামেই ইলিশ কিনছেন দিঘায় আসা পর্যটকরা। যারা নতুন বছরের আনন্দ নিতে দিঘায় এসেছিলেন, তাদের বেশিরভাগকেই বাড়ি ফেরার পথে দিঘা মোহনার মাছ বাজারে ঢুকে সমুদ্রের রূপালি শস্যের খোঁজ নিচ্ছেন দেখা গেল৷ বিশেষ করে বৃহস্পতিবার জানুয়ারি মাসের দু তারিখ, পর্যটকরা বাড়ি ফিরছেন হাতে হাতে ইলিশ নিয়েই। কেউ এসেছেন পরিবার পরিজনদের সঙ্গে। কেউ কেউ এসেছেন বন্ধুবান্ধবদের সঙ্গে দলবেঁধেই। দলের সকলেই যাতে ইলিশ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে, সেটা ভেবেই একসঙ্গে পনের বিশখানা ইলিশ মাছ কিনেছেন চড়া দাম দিয়েই। তবে চাহিদা প্রচুর হলেও, স্বাভাবিকভাবে ইলিশের যোগান সে পরিমাণ নেই। যদিও দাম চড়া হলেও, অসময়ে ইলিশ হাতে পেয়ে দারুণ খুশি ইলিশপ্রেমী পর্যটকরা৷
advertisement
advertisement
বছরের শেষ দিন এবং পয়লা জানুয়ারি দিঘায় কাটিয়ে ফেরার পথে গাড়িটা দিঘা গেটের আগে আগে বামদিকে টার্ন নিয়ে মোহনার মাছ বাজারে ঢুকে পড়া, দরদাম করে ইলিশ কেনা। তারপর সটান দিঘা ছেড়ে বাড়ির পথ ধরা। যেহেতু মাছ বাজারে ইলিশের যোগান কম তাই দাম কিন্তু ভীষণ চড়া। ৫০০ গ্রাম ওজনের ওপরে ইলিশের দাম প্রায় ১৪০০/১৫০০ টাকা দরে বিক্রি হয়েছে। এক কিলো ওজনের ইলিশের দাম দু হাজার টাকারও বেশি দাম।
advertisement
আরও পড়ুন - NRC -র ভয়ে বহু বছর আগে ছেড়ে আসা স্কুল -মাদ্রাসায় ভিড় জমাচ্ছেন মানুষ, মালদহে আতঙ্কের নয়া চেহারা
ইলিশের পাশাপাশি সামুদ্রিক পমপ্লেট মাছ এবং বড় বড় কাঁকড়ার চাহিদা দেখা গেলো মোহনার এই মাছ বাজারে। ২০২০ -র শুরুটা বাঙালিরা রসনাপ্রেম দিয়েই শুরু করতে চাইছে তাই দিঘার বাজারেও সেই ছবিটাও ধরা পড়ল তাঁদের দেদার মাছ কেনার ধরণ দেখে ৷
advertisement
আরও দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2020 11:41 AM IST