Toto: রাস্তায় টোটো চালিয়ে ঘুরছে 'জ্যান্ত কার্তিক'! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'কাণ্ড', পথচলতি মানুষও এমন একজনকে দেখে অবাক

Last Updated:

Kartik Puja : রাতের অন্ধকারে বিভিন্ন বাড়িতে হাজির স্বয়ং কার্তিক ঠাকুর! নিজের কন্ঠস্বরেই তাঁকে ঘরে তুলে পুজো দেওয়ার কথা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য। তবে জানেন কে এই কার্তিক ঠাকুর!

+
ভাইরাল

ভাইরাল জ্যান্ত কার্তিক

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: রাতের অন্ধকারে বিভিন্ন বাড়িতে হাজির স্বয়ং কার্তিক ঠাকুর! নিজের কন্ঠস্বরেই তাঁকে ঘরে তুলে পুজো দেওয়ার কথা জানাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য। তবে জানেন কে এই কার্তিক ঠাকুর!
পেশায় টোটো চালক হলেও নিত্যদিনের পরিচিত ছক থেকে বেরিয়ে এবার রীতিমতো কার্তিক সেজেই রাস্তায় নামলেন বিপ্লব সাহা। আর সেই অভিনব সাজসজ্জা ও অভিনয়ই বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু।
নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু। এদিন পথচলতি মানুষজনের হাতে মিষ্টিও বিতরণ করেন কার্তিক রূপী বিপ্লব বাবু।
advertisement
advertisement
আরও পড়ুন- স্ত্রীর প্রেমিক সন্দেহে কাঁচি নিয়ে হামলা! এলোপাথাড়ি আক্রমণে আহত ব্যক্তি, হাওড়ায় শোরগোল!
আচমকা রাস্তায় ‘কার্তিক ঠাকুর’কে দেখে কেউ হাসছেন, কেউ অবাক, আবার অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করছেন এই অভিনব দৃশ্য। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কারও মতে শুধুই কৌতুকবোধ, কারও মতে এ এক মজার মধ্যেও উৎসবের বার্তা।
advertisement
সব মিলিয়ে, সাধারণ টোটোচালকের অভিনব কার্তিক সাজার মধ্যেই হাবরার রাস্তায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, আর বিপ্লববাবুর এই মানবিক উদ্যোগকে প্রশংসা করছেন সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto: রাস্তায় টোটো চালিয়ে ঘুরছে 'জ্যান্ত কার্তিক'! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'কাণ্ড', পথচলতি মানুষও এমন একজনকে দেখে অবাক
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement