আজই শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিটে সম্মানিত করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

Last Updated:

ভারত সফরের দ্বিতীয় দিনে আজ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ করবেন প্রতিনিধিত্বও ৷ সকাল থেকেই ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি ৷

#কলকাতা: ভারত সফরের দ্বিতীয় দিনে আজ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ করবেন প্রতিনিধিত্বও ৷ সকাল থেকেই ঠাসা কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি ৷
একটি বিশেষ বিমানে করে তিনি পৌঁছবেন অন্ডাল বিমানবন্দরে ৷ সেখান থেকে সড়কপথে আসানসোল যাবেন হাসিনা ৷ আজই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করা হবে ৷ তাঁর সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরকেও সাম্মানিক ডিলিট উপাধিতে সম্মান জানানো হবে ৷
advertisement
এরপর কিছু ছোট ছোট অনুষ্ঠানে যোগ দিয়েই তাঁর বিকেলে কলকাতা ফিরে যাওয়ার কথা সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করার কথা আছে ৷ বৈঠক শেষে নেতাজি মিউজিয়াম পরিদর্শন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সব পর্ব নিশ্চিন্তে মেটার পরে রাতের বিশেষ বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আজই শেখ হাসিনাকে সাম্মানিক ডিলিটে সম্মানিত করবে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement