Toto driver: টোটো চালাতে গেলে এবার লাগবে বিশেষ পরিচয়পত্র! নাবালিকাকে নির্যাতনের জেরে বিরাট সিদ্ধান্ত

Last Updated:

Toto driver: তথ্যপ্রযুক্তি নগর নিউ টাউনে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ কমিশনারেট। এবার টোটো ও ই-রিকশা চালকদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।

+
টোটো

টোটো

উত্তর ২৪ পরগনা: তথ্যপ্রযুক্তি নগর নিউ টাউনে নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ কমিশনারেট। এবার টোটো ও ই-রিকশা চালকদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। পুলিশ সূত্রে খবর, নিউ টাউনে বর্তমানে যত টোটো ও ই-রিকশা চলে তাদের প্রত্যেককেই এবার সচিত্র পরিচয়পত্র ও কালার ছবি জমা দিতে হবে পুলিশের কাছে।
advertisement
পুলিশের তরফ থেকে খতিয়ে দেখে দেওয়া হবে একটি পরিচয়পত্র। যে পরিচয়পত্র এক কপি টোটোর গায়েও লাগিয়ে রাখতে হবে টোটো চালককে। তারই এক কপি থাকবে পুলিশের কাছে এবং আর এক কপি যাবে পরিবহন দফতরে। জানা গিয়েছে দিন কয়েক আগে ঘটে যাওয়া নিশংস ঘটনার পর তথ্যপ্রযুক্তি নগরের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুলিশের এমন সিদ্ধান্ত।
advertisement
রাতবিরেতে তথ্য প্রযুক্তি কর্মীরা কাজ সেরে এই টোটো ও ই-রিকশা ব্যবহার করে যাতায়াত করে থাকেন। যাতে আগামী দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় তার জন্যই প্রশাসনের তরফ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টোটো চালক ও ই-রিকশা চালকদের ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করে দেখা হবে। যদি কারোর বিরুদ্ধে কোনো পুরনো অপরাধমূলক কেস থাকে তাহলে তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হবে না এবং তারা টোটো ও ই-রিকশা চালাতে পারবেন না।
advertisement
এছাড়াও বহু টোটো চালক বাইরে থেকে এসে এই এলাকায় ভাড়া নিয়ে থাকছেন এবং টোটো বা ই-রিকশা চালাচ্ছেন। সে ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো অপরাধ করে পালিয়ে গেলেও, কোনো নথি বা ডকুমেন্টস পুলিশের কাছে থাকছে না। এবার যাতে এই সমস্ত টোটো চালক বা ই-রিকশা চালকদের দ্রুত আইডেন্টিফাই করা যায় তার জন্য এই ব্যবস্থা বলে খবর। টোটো চালকরাও এখন চাইছেন কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই, যাত্রীদের সঠিক নিরাপত্তা দিয়ে নিউটাউনের রাস্তায় টোটো চালানোর অনুমতি দিক পুলিশ।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto driver: টোটো চালাতে গেলে এবার লাগবে বিশেষ পরিচয়পত্র! নাবালিকাকে নির্যাতনের জেরে বিরাট সিদ্ধান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement