রাস্তা নেই, বাড়ির মধ্যে চলাচল করছে নৌকা! ত্রাণ বিলি করে বড় আশ্বাস তৃণমূল বিধায়কের

Last Updated:

খালি পায়ে কাদা জল পেরিয়ে গ্রামে যান বিধায়ক

প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন গোটা গ্রাম। প্রতীকী ছবি
প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন গোটা গ্রাম। প্রতীকী ছবি
বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়াঃ অতিবৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় জল থইথই অবস্থা। বিগত প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন উত্তর ২৪ পরগণার বাগদা ব্লকের রণঘাট গ্রাম পঞ্চায়েতের আউলডাঙা খড়ের মাঠ গ্রাম। এখানে বসবাস করে ১৮টি পরিবার। বুধবার এই জলমগ্ন গ্রাম পরিদর্শনে যান বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর ও স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের কর্তারা। এলাকাবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তৃণমূল বিধায়ক। সেই সঙ্গেই রাস্তা ও নিকাশি সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।
পাকা রাস্তা থেকে গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা নেই, বাড়ির মধ্যে চলাচল করছে নৌকা। ধানের জমির পাশে কোথাও এক হাঁটু জল, কোথাও আবার এক হাঁটু কাদা পেরিয়ে বাড়ি যান আবালবৃদ্ধবনিতা। এদিন খালি পায়ে কাদা জল পেরিয়ে গ্রামে যান বিধায়ক মধুপর্ণা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। গ্রামের বাসিন্দারা রাস্তা ও জল নিকাশি ব্যবস্থা করার আবেদন জানান বিধায়ককে।
advertisement
আরও পড়ুনঃ বৃষ্টির জেরে ভাঙল গুরুত্বপূর্ণ রাস্তা, ভেসে গেল বাঁধের অংশ! চরম বিপাকে বীরভূমবাসী
এই বিষয়ে এলাকাবাসী বলেন, গ্রামে আসার জন্য কোনও রাস্তা নেই। কাদা জল পেরিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে স্কুলের পড়ুয়া সহ সকলের। গ্রামে বিধায়ক এসেছেন, তাঁর কাছে আমরা রাস্তা ও গ্রামের জল নিকাশি ব্যবস্থা করার আবেদন জানিয়েছি। সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন বিধায়ক। আমরা সেই আশায় রয়েছি।
advertisement
advertisement
অন্যদিকে বাগদার বিধায়ক মধুপর্না বলেন, গ্রামে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম। রাস্তার অবস্থা সত্যিই খারাপ এবং এখানকার জল নিকাশি ব্যবস্থাও ভাল নয়। স্থানীয় পঞ্চায়েতের সঙ্গে কথা বলে ২০২৬ সালের মধ্যে রাস্তা এবং জল নিকাশি ব্যবস্থা করার জন্য উদ্যোগী হব।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তা নেই, বাড়ির মধ্যে চলাচল করছে নৌকা! ত্রাণ বিলি করে বড় আশ্বাস তৃণমূল বিধায়কের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement