West Bengal news: পুরসভার মহিলা কর্মীর চিঠিতে অস্বস্তিতে চুঁচুড়ার বিধায়ক! দুর্ব্যবহার, কুপ্রস্তাব-সহ একাধিক অভিযোগ
- Reported by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
TMC MLA accused for harassing woman: দলের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে অস্বস্তিতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। জুলাই মাসের ৫ তারিখে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন চুঁচুড়ার এক মহিলা তৃণমূল কর্মী।
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: দলের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে অস্বস্তিতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। জুলাই মাসের ৫ তারিখে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন চুঁচুড়ার এক মহিলা তৃণমূল কর্মী।
সেই অভিযোগে তোলাবাজি থেকে মহিলাদের সঙ্গে খারাপ আচরনের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, কুপ্রস্তাব দেওয়া থেকে রাতে ভিডিও কল করতেন চুঁচুড়া তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। এমনই দাবি তুলেছেন সেই মহিলা।
advertisement
advertisement
পুরসভায় কাজ করলেও বিধায়ক তাঁকে পুরসভার কাজ না করিয়ে বাড়ির কাজ করাতেন বলে অভিযোগ। মহিলা তৃনমূল কর্মীর এই বক্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নিউজ১৮ বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষরা সেই ভিডিও তাদের সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন।
advertisement
শুধু তাই নয়, চুঁচুড়ায় বিভিন্ন জায়গায় বিধায়ক অসিত মজুমদারের নামে পোস্টার পড়তে দেখা যায়। পোস্টারে লেখা রয়েছে, ‘চুঁচুড়ার বিধায়ক দূর হাটো চুঁচুড়া নারীদের সম্মান বাঁচাও’। যদিও এই সব বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক অসিত মজুমদার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2024 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: পুরসভার মহিলা কর্মীর চিঠিতে অস্বস্তিতে চুঁচুড়ার বিধায়ক! দুর্ব্যবহার, কুপ্রস্তাব-সহ একাধিক অভিযোগ










